তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Free sms পাঠান যে কোন ফোনে

> প্রথমে www.afreesms.com যান | > এবার Send free sms এ ক্লিক করুন |
> Country name নির্বাচন করুন |
> ফোন নং দিন শূন্য বাদে (যাকে পাঠাবেন তার ফোন নং) > text লিখুন |
> sender id চাইলে আপনার ফোন নং দিন |
> ক্যাপচা দিন |
> Send এ ক্লিক করুন || ব্যাস কাজ শেষ | কিছুক্ষনের মধ্যে পৌছে যাবে sms.

Free কল করুন Call Center এ

অনেক সময় আমরা গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে হলে অনেক wait করতে হয় আর অনেক balance শেষ করে ফেলে।
তাই আজ একটা পদ্ধতি বলতে যাচ্ছি যার মাধ্যমে ফ্রী গ্রামীনফোন,বাংলালিঙ্ক,রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে পারবেন।আরসেই নং টি হল ১৫৮
1. প্রথমে গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি অথবা এয়ারটেল সিম থেকে১৫৮নাম্বারে কল করুন।
2.তারপর ভাষা Select করুন
3.তারপর আপনার অভিযগ Select করুন।
4.অতপর আপনার কাছে একটি sms আসবে এবং ২৪ ঘন্টার মধ্যে ১২১ থেকে কল করবে|

প্রযুক্তি পার্ক

তথ্য ও প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ | চতুর্থ প্রজন্মের পৃথিবীতে উন্নত দেশগুলো যখন মঙ্গল গ্রহে প্লট বরাদ্দ নিয়ে ভাবতেছে তখন উন্নয়নশীল দেশগুলো সেল ফোন আর থ্রীজির মাঝেই সীমাবদ্ধ | এই ধ্যান ধারনা বেরিয়ে আসতে চাই উন্নত চিন্তা ভাবনা, কঠোর শ্রম, তীব্র সাধনা, সততা আর অসীম ধৈর্য্য | আর সেই সাথে প্রয়োজন তথ্য ও প্রযুক্তির জ্ঞান | আমরা যদি তথ্য ও প্রযুক্তির জ্ঞানে গুনান্বিত হই তবে আমাদের দেশটা ও একদিন অন্য গ্রহে বসবাসের চিন্তা ভাবনা করবে | এই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই শেষ করছি |