তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Permalink কত প্রকার ও কি কি ?

Permalink দুই প্রকারঃ ১।অটোমেটিক পারমালিঙ্কঃ সাধারনত এটিই সিলেক্ট করা থাকে।অটো সিলেক্ট করা থাকলে পোস্টের টাইটেলের সাথে মিল রেখে লিঙ্ক তৈরি হয়ে যাবে।যদি টাইটেল বাংলাই হয় তবে সেটি অটো নেবে তবে লিঙ্কটি হবে এমন http://www.blogtipsnticks.com/2013/11 /blog-post_24.html আর যদি ইংলিশ হয় তবে সেটি হবে এরকম http://www.blogtipsnticks.com/2013/11 /blogger-post-permalink.html ২।কাস্টম পারমালিঙ্কঃ কাস্টম সাধারনত সিলেক্ট করা থাকে না এটি নিজেকে সিলেক্ট করে নিতে হয়।সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত লিঙ্ক তৈরি করে দিতে পারবেন।