তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

মোবাইল ফোন কিভাবে ক্ষতি করে ?

বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটা অংশে পরিনত হয়েছে।কিন্তু এই সেল ফোন শরীরের নানা ক্ষতি করে থাকে।যেমন-
১)একটানা ৩ মিনিটের বেশী কথা বললে মস্তিস্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে।
২)মোবাইল ফোনের রশ্নিতে ব্রেনে টিউমার বা ক্যানসার হতে পারে।
৩)কোমরে রাখলে কোমরে ব্যাথা হয়।
৪)প্যান্টের পকেটে রাখলে শুক্রানু উৎপাদন কমে যায়।
৫)বুকের পকেটে রাখলে হৃদপিন্ডের ক্রিয়ায় ব্যাত্যয় ঘটে|
৬)ঘুমানোর সময় মোবাইল ফোন মাথার কাছে রাখলে ঘুমে সমস্যা হয়।
৭)শিশুদের ত্বকের কোষ এর রেডিয়েশন শোষন করে।
৮)দীর্ঘ সময় কথা বললে শ্রবন শক্তি কমে যায় |