তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে facebook বন্ধুর পাসওয়ার্ড দেখবেন

আমরা অনেকেই UC Browser দিয়ে নেট ব্যাবহার করি।
মাঝে মাঝে আপনার বন্ধুও আপনার মোবাইল দিয়ে ফেসবুক চালায় ।
আপনি চাইলে তার পাসওয়ার্ড পেতে পারেন ।
কত মজা না ?!!!
তো আসুন শুরু করি ।
(১) প্রথমে আপনার UC Browser ওপেন করুন ।
(২) এবার অপশনে গিয়ে Settings দিয়ে Security তে দেখতে পাবেন login
record এ গিয়ে auto save করে দিন ।
এবার আপনার বন্ধু আপনার ফোনে ফেসবুক এ লগইন করে লগআউট করলেও আপনি www.
fb.com এ গিয়ে দেখুন বন্ধুর পাসওয়ার্ড আছে ।
কিন্তু সেটা দেখবেন কি করে ?
(৩) আপনি মাউস পয়েন্টার টা পাসওয়ার্ড ঘরে নিয়ে # চেপে 5 চাপুন ।
তাহলেই বন্ধুর পাসওয়ার্ড পাবেন ।
পোস্টটা ক্ষতির কাজে ব্যাবহার করবেন না আমি এ কথাটা বলব না করন আপনি একজন কে হ্যাক
করার জন্যই এই টিউন টি পড়ছেন ।
আমি জাস্ট একটা কথা বলতে চাই " কেউ যদি আপনার
ক্ষতি না করে তাহলে আপনি শুধু তার একাউন্ট হ্যাক কইরেন না "

বিকাশ থেকে যে কোন মোবাইলে ফ্লেক্সিলোড করুন অতি সহজে








আজকাল কমবেশি সবারই bkash একাউন্ট আছে। টাকা আদান প্রদান এর ক্ষেত্রে আমরা bkash ব্যবহার করছি। কিন্তু আমরা যদি bkash এর টাকা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করি, তাহলে কেমন হয় ? চলুন দেখি সেটা কিভাবে করবেন ?

* প্রথমে *247# ডায়াল করুন।
* এরপর ২য় অপশনটি (buy airtime) নির্বাচন করার জন্য reply চাপুন, অত:পর 2 চেপে Ok চাপুন।
* এবার যে সিমে ফ্লেক্সিলোড করবেন সেটার নাম যেমন -
1 Robi
2 Airtel
3 Banglalink
4 Grameenphone

নির্বাচন করার জন্য reply চেপে তার ক্রমিক নং চাপুন এবং Ok চাপুন।

* এবার আপনার সিমটি কোন ক্যাটাগরির তা নির্বাচন করুন, যেমন-
1 prepaid
2 postpaid
এজন্য আগের মত Reply চেপে 1/2 চেপে ok চাপুন।

* এখন যে নাম্বারে লোড দিবেন তা প্রবেশ করিয়ে Ok চাপুন।
* টাকার পরিমান প্রবেশ করান (কমপক্ষে ১০ টাকা) এবং Ok চাপুন।
* Confirm করতে আপনার পিন নং দিয়ে ok করুন।

একটু অপেক্ষা করুন, দেখুন টাকা চলে গেছে।
ধন্যবাদ সবাইকে।