তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে জানবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে






আপনার জাতীয় পরিচয়পত্র বা NID এবং আঙুলের ছাপ ব্যবহার করে অন্য কেউ বাড়তি সিম নিবন্ধন করে নিয়েছে কি না তা কিভাবে জানবেন? আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে, তা আপনি সহজেই জানতে পারবেন। এখন পর্যন্ত চারটি মোবাইল অপারেটর এ সুবিধা চালু করেছে। একজনের আঙুলের ছাপ একাধিকবার নিয়ে গোপনে অন্যজনের সিম নিবন্ধন হয়েছে, এমন খবর প্রকাশের পর গ্রাহকদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই মোবাইল অপারেটর কোম্পানিগগুলো এক এনআইডির অধীনে কতগুলো সিম নিবন্ধন হয়েছে, তা গ্রাহকদের মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। যারা এই SMS এখনো পাননি, তাঁরা চাইলেই SMS কিংবা ডায়াল করে জেনে নিতে পারেন।

কিভাবে ব্লগে thumbnail সহ related post widget যুক্ত করবেন






কেমন আছেন আপনারা ? নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার blogger ব্লগে সাম্প্রতিক পোস্ট গ্যাজেট যুক্ত করবেন ? এর আগে আরো এরকম পোস্ট লিখেছিলাম। আজকেরটা একটু আলাদা। আজকে দেখাচ্ছি ফিচার ইমেজ সহ সাম্প্রতিক পোস্ট ওয়েটগেট অর্থাৎ Recent post widget with thumbnail যুক্ত করার নিয়ম।

এজন্য আপনার ব্লগার একাউন্টে লগইন করে ড্যাশবোর্ড থেকে লেয়াউট ক্লিক করুন। এখন সাইডবার থেকে Add a gadget লেখায় ক্লিক করুন। এখন একটি লিস্ট দেখতে পাবেন। লিস্ট থেকে HTML/JavaScript ক্লিক করুন।
এবার যে বক্স আসবে সেখানকার প্রথম বক্সে সাম্প্রতিক পোস্ট বা Recent post লিখুন এবং নিচের বক্স এ প্রদত্ত কোডগুলো কপি করে পেস্ট করে দিন।

কিভাবে ডোমেইন কিনবেন এবং কোথায় কিনবেন







আজকে আপনাদের সামনে হাজির হলাম বাংলাদেশী ডোমেইন কোম্পানির নামের তালিকা নিয়ে। এসব কোম্পানি থেকে ডোমেইন কিনলে পেমেন্ট এবং রিনিউ বাংলাদেশি টাকায় করতে পারবেন Bkash কিংবা Mobile Banking এর মাধ্যমে। ডোমেইন কিনতে চাইলে আর ডলার কিংবা ক্রেডিট কার্ড এর দরকার নেই। যাই হোক এবার মুল আলোচনায় আসি-

ডোমেইন কিনার জন্য প্রথমেই আপনাকে যেকোনো হোস্টিং কোম্পানির সাইটে যেতে হবে। হোস্টিং কোম্পানির সাইটে গিয়ে ডোমেইন বিভাগে যান। এরপর সেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন অপশন টিতে যান। এবার আপনি যেই নামে ডোমেইন কিনতে চান তা দিয়ে লুকআপ বা সার্চ করুন।

ডোমেইন কেনার আগে যেসব বিষয় জানতে হবে






কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনি যদি ডোমেইন কিনতে চান তাহলে Domain কেনার আগে কি কি বিষয় ভেবে দেখবেন কিংবা কি কি জানতে হবে?

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কারনে ওয়েব সাইটের প্রয়োজন হয়। না বুঝে Domain কিনলে আপনি পরর্বতি সময়ে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন না। ফলে অর্থ ও সময় দুই নষ্ট হবে । তাই Domain ক্রয় করার আগে ভালোভাবে জেনে নিবেন ।

১. ডোমেইন হচ্ছে আপনার সাইটের পরিচয় অতএব সবদিক ভেবে চিন্তে সুন্দর একটি নাম সিলেক্ট করুন। এসইও নির্ভর কিছু করতে চাইলে কিওয়ার্ডকে গুরুত্ব দিয়ে নাম বাছাই করুন।

হোস্টিং (Hosting) কিনতে হলে যেসব বিষয় জানা অতি জরুরী







আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোস্টিং কেনার আগে আপনাদের কি কি বিষয় জানা থাকা জরুরী বা জানতে হবে :


১. বাজেট:
প্রত্যেকেরই একটা আনুমানিক বাজেট থাকে যার মধ্যে সে হোস্টিং কিনবে। একই সাথে ভাল মানের এবং কম টাকার মধ্যে কিনতে হলে অবশ্যই আপনাকে বাজার ঘুরে দেখতে হবে। আপনার বাজেট নির্ধারণ অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।একটা কথা মনে রাখতে হবে যেমন টাকা পে করবেন তেমন সার্ভিস পাবেন। আপনি যেমন ডিমের দামে মুরগী পাবেন না তেমনি হোস্টিং এর ক্ষেত্রেও তাই প্রযোজ্য। একটা ডেডিকেটেড সার্ভারের প্রাইস ১৫০-৫০০ ডলার প্রতি মাসে। এখন আপনি যদি ৫০ জিবি স্পেস ২ ডলার মাসে চান তাহলে আপনাকে ডাউনটাইম, সাইট স্লো লোডিং এসব বিষয় সহ্য করতে হবে।