তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন ভূমির বিভিন্ন পরিমাপ সম্পর্কে






আজকে ভূমির মাপ নিয়ে হাজির হলাম। আমাদের প্রত্যেকের কিছু না কিছু জমি আছে। আর এই জমির মাপ সম্পর্কিত বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তাই এ সংক্রান্ত একটি পোস্ট লিখছি আজকে। সাধারণত : ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলাদি লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজ ইত্যাদি যাবতীয় বিষয়ে ভূমির পরিমাপের একক গুলো হলো:

(১)ডেসিমেল বা শতাংশ বা শতক
(২) কাঠা,
(৩) বিঘা এবং
(৪) একর

এই পরিমাপ সর্ব এলাকায় সর্বজন গৃহীত। এটা "সরকারি মান"( Standard Measurement) বলে পরিচিত। উক্ত পরিমাপের কতিপয় হিসাব নিম্নে প্রদান করা হলোঃ

জেনে নিন কুকুর কামড়ালে কি করবেন






পথে ঘাটে অনেক সময় যে কাউকে কামড়াতে পারে কুকুর। এই কুকুরের কামড় খুব যন্ত্রণাদায়ক এবং মারাত্নক। এতে আক্রান্ত ব্যক্তির জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে এই জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এই রেবিস ভাইরাস কুকুরের মুখের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে রক্তে মিশে স্নায়ুতে পৌঁছে জলাতঙ্ক রোগ সৃষ্টি করতে পারে।

Piles বা অর্শ কি? জেনে নিন এর প্রতিকার






পাইলস হলো পায়ুপথে এবং মলদ্বারের নিচে অবস্থিত প্রসারিত এবং প্রদাহযুক্ত ফোলে ওঠা ধমনী৷ মলত্যাগের সময় মল শক্ত বা কষা হলে অথবা গর্ভকালীন সময়ে এই সমস্ত ধমনীর উপর চাপ বেড়ে গেলে পাইলসের সমস্যা দেখা দেয়।

কি কি কারণে পাইলস হয়?

জেনে নিন সরিষা তেলের গুনাগুন ও উপকারীতা






মাছ ও ডিম ভাজা, ভর্তা বা ঝালমুড়ির জন্য সরিষার তেল ছাড়া অন্য তেল চিন্তাই করতে পারেন না অনেকে। কেবল স্বাদের জন্যই নয়, বহুকাল ধরেই এই তেল ব্যবহারের পেছনে আরো অনেক কারণ রয়েছে।

বলা হয়, সরিষার তেল হলো এ অঞ্চলের অলিভ অয়েল। কেবল খাবার রান্নাতেই নয়, ত্বকের যত্ন থেকে শুরু করে চুলেও সরিষার তেল ব্যবহার করা হয়। ভারতের সেলিব্রিটি পুষ্টিবিজ্ঞানী সন্ধ্যা গুগনানি বলেন, সরিষার তেল নিয়ে রীতিমতো মিথলজি প্রচলিত রয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমেরিকা, কানাডা এবং ইউরোপে এই তেলটি খেতে নিরুৎসাহিত করা হয়। অথচ এই তেলটি অন্যান্য স্বাস্থ্যকর তেলের মতই তালিকার শীর্ষস্থানীয়দের একটি।

কিভাবে Facebook থেকে মুছে ফেলা ছবি ও মেসেজ উদ্ধার করবেন






আজকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া ম্যাসেজ, পোস্ট বা ছবি ফিরে পাবেন।
আপনি যখন কোনো কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা হয়ে থাকে । আর আপনি খুব সহজেই সেখান থেকে আর্কাইভ ফোল্ডারটি ডাউনলোড করে নিতে পারেন। এজন্য

১. প্রথমে Facebook এর Settings গিয়ে General অপশনে ক্লিক করুন।

২. General Settings অপশনটি ওপেন হবার পর নিচের দিকে দেখতে পাবেন Download a copy of your Facebook data!
এই লেখাটিতে ক্লিক করুন।

৩. Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি Start My Archive লেখাটি দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন। এবার ফেসবুক সিকিউরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড চাইবে। তাই সঠিকভাবে আইডি পাসওয়ার্ড বক্স পুরন করে সাবমিট করুন।