তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন






আপনারা যারা জিমেইলের পাসওয়ার্ড অনেকদিন থেকে পরিবর্তন করতে পারছেন না তাদের জন্য আজকের এই টিউনটি। আশারাখি আপনাদের কাজে লাগবে। এজন্য আপনাদের যা করতে হবে -

ধাপ -১। প্রথমে আপনার জিমেইলে বর্তমান পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বা Sign in করুন। আর এজন্য নিচের লিংকে লিংকে ক্লিক করুন

www.gmail.com

ধাপ -২। Sign in করার পর ডান পাশে কোনে দেখুন Settings Button দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।


ধাপ -৩। এরপর একটা পেজ আসবে, এই পেজের Accounts and Import লেখায় ক্লিক করুন ।

ধাপ -৪। তারপর Change account settings থেকে Change Password এ ক্লিক করুন।

ধাপ -৫। এবার আরো একটি পেজ আসবে। আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়ে sign in করেছিলেন সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে sign in এ ক্লিক করুন।

ধাপ -৫। তাহলে আবার একটি পেজ আসবে। এখানে New password ও Confirm new password এর বক্সে আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে Change Password এ ক্লিক করুন।

তাহলে আপনার New password সেট হয়ে যাবে। এখন আপনার জিমেইল একাউন্ট হতে Sign out করে আপনার New password দিয়ে আবার Sign in করে দেখুন।

আমার এই টিউনটি যদি আপনাদের কারো কাজে আসে, তাহলে আমার এই প্রচেষ্টা স্বার্থক হবে। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।