তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কি বোর্ড দিয়ে কম্পিউটার চালু করার উপায়





আমরা সবাই জানি কম্পিউটার চালু করতে হলে সিপিইউ এর পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে যদি কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। তাই আজকের টিপস কিভাবে এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন ছাড়া সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করবেন ৷ আর এজন্য আপনাকে যা যা করতে হবে -

* প্রথমে power button চেপে আপনার পিসি অন করুন

* এরপর কম্পিউটার চালু হচ্ছে এ অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরুন ।

* কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপ দিন ৷


* এরপর Power on My Keyboard নির্বাচন করে Enter চাপুন।

* এরপর Password দিয়ে আবারও Enter বাটন চাপ দিন।

* Password দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি ' কি' নির্বাচন করুন।

* সবশেষে কিবোর্ড থেকে F10 বাটনটি চেপে বের হয়ে আসুন।

ব্যাস কাজ শেষ ৷ এখন থেকে নিজের নির্বাচিত 'কি' চাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারটি যে কোনো সময় চালু করা যাবে।

বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু গিগাবাইট মাদারবোর্ড এ কাজ করবে। অন্য মাদারবোর্ড এ কাজ করতে পারে আবার না ও করতে পারে।