তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার থেকে পোস্ট কপি করা বন্ধ করবেন






বর্তমানে কপি পেস্ট ব্যাপারটা একটা কমন সমস্যা হয়ে দাড়িয়েছে ৷ কারন অলসতার কারনে কেউ আর নিজে কষ্ট করে পোষ্ট লিখেনা বা সময়ের অভাবে লেখা হয় না ৷ অথচ কপি পেস্ট করে সহজেই সেটা করা যায় ৷ কিন্তু এতে সমস্যা হচ্ছে আপনি অনেক কস্ট করে একটা কনটেন্ট লিখলেন আর অন্য জন সেটা কপি করে তার নিজের নামে চালিয়ে দিল ৷ এতে আপনার কষ্ট, শ্রম, দুটোই অন্য জন নিয়ে নিল ৷ তাই আজকের টিপস কিভাবে আপনি আপনার ব্লগের বা সাইটের লেখা কপি হওয়া রক্ষা করবেন ৷
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -

কিভাবে ব্লগার ব্লগে Sharing button যুক্ত করবেন






আজকে শেয়ার করবো দরকারি একটি টিপস ৷ কিভাবে আপনি আপনার সাইটে সামাজিক শেয়ার বাটন যোগ করবেন ৷ আসলে যারা নিয়মিত ব্লগিং করেন তাদের জন্য শেয়ারিং বাটন পোস্টের নিচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা থাকলে একদিকে যেমন ব্লগের সৌন্দর্য বাড়ে অন্যদিকে প্রচুর নতুন ভিজিটর পাওয়া যায় যদি সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ৷
তো কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি ৷

* প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টে সাইন ইন করুন ৷ এবার ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ৷
*এখন Edit HTML লেখায় ক্লিক করুন ৷

* এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি খুজুন ৷