তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে নামবিহীন বা নাম ছাড়া ফোল্ডার বানাবেন



কেমন আছেন আপনারা সবাই ?  নিশ্চয় ভাল আছেন । বরাবরের মত আজকেও মজার একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজ আমি দেখাবো কিভারে নাম ছাড়া বা নামবিহীন ফোল্ডার বানাবেন ?

·         * প্রথমে একটা নতুন ফোল্ডার খুলুন এজন্য যে কোন ফাকা জায়গায় মাউস পয়েন্টার রেখে ডান বাটন চেপে New লেখাতে এনে Folder ‍ ক্লিক করুন ।
·         * এখন নুতন ফোল্ডার তৈরি হবে এবং নাম এর জায়গায়  New Folder  দেথতে পাবেন । যায়গায় আপনি একটা নতুন নাম দিতে পারবেন  কিন্ত কোন কিছু লিথবেন না ।

জেনে নিন স্মার্ট ফোন স্লো হয়ে যাওয়ার কারন ও প্রতিকার






সবাইকে বসন্তের আগমনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিপস ৷ কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় কনকনে শীতে জড়োসরো হয়ে ছিলেন ৷ আর বসন্ত আসতেই এখন ফুরফুরে হয়ে গেলেন ৷  যাই হোক আমিও ফুরফুরে মেজাজ নিয়ে বসে গেলাম আজকের টিপস লিখতে ৷ আজকে লিখছি আপনার প্রিয় স্মার্ট ফোন ব্যবহার করতে করতে অনেক স্লো হয়ে গেছে ৷ কিন্তু কেন এমন হলো তা খুজে পাচ্ছেন না ৷ ভাবছেন নকল ফোন সেট কিনেছেন ? না এই সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারের ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন জীবনে আপনার কোন কোন অভ্যাসগুলোর কারনে আপনার প্রিয় স্মার্টফোনটি স্লো হয়ে যাচ্ছে।