তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে জিমেইল একাউন্ট (Gmail Account) ডিলিট করবেন



কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টিপস যা অনলাইনের সাথে জড়িত সবার কাজে লাগবে ৷ আজকের টিপস কিভাবে আপনার অব্যবহৃত জিমেইল একাউন্ট ডিলিট করবেন বা মুছে ফেলবেন ৷ কারন অনেকে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করেন ৷ আবার অনেক সময় কোন জিমেইল একাউন্ট বা গুগল প্লাস বা ব্লগার ব্লগ ব্যবহারের প্রয়োজন হয়না ৷ তখন সেটা ডিলিট করাই সবচেয়ে ভালো ৷ তাই আজকের টিপস কিভাবে আপনার জিমেইল একাউন্ট ডিলিট করবেন ? চলুন শুরু  করা যাক.....


১। প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগইন করুন ৷ এরপর  মেইল একাউন্টের উপরে ডান পাশে নিচের ছবিতে দেখানো আইকন অপশনে ক্লিক করুন।



২। একটি নতুন উইন্ডো/ট্যাব আসবে ৷
সেখানকার Account লেখায়  ক্লিক করুন ৷

৩। এবার স্ক্রল করে নিচের দিকে যান এবং Account Preferences মেনুর অধীন Delete your account or services  লেখায়  ক্লিক করুন । বুঝতে না পারলে নিচের ছবি দেখুন



৪। এরপর নুতন একটি উইন্ডো আসবে । সেখানকার Delete Google Account and Data লেখায় ক্লিক করুন ।

৫। এবার পূনরায় আপনার জিমেইলে লগইন করতে বলবে ৷ সুতরাং নতুন করে লগইন করুন ৷

৬৷এবার নুতন একটি উইন্ডো আসবে । সেখানে নিচের  দুইটি অপশনে টিক মার্ক দিয়ে Delete Account বাটনে ক্লিক করুন ৷

৭। একটি বার্তা পাবেন ৷  Ok করলেই জিমেইল একউন্টটি লগ আউট হয়ে যাবে।
ব্যাস আপনার কাজ এখানেই শেষ ৷

নির্দেশনা
১। একাউন্ট ডিলিট করা হয়ে গেলে কোনভাবেই আবার লগইন করবেন না। কারন, তাতে পূনরায় একাউন্ট রিস্টোর/ রিকভারি হয়ে যাবে।

২। পূনরায় লগইন না করলে ১৫ দিন পর একাউন্ট স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে যা পরবর্তীতে কোন ভাবেই রিকভার করা যাবে না।

৩। টিউনের আলোচনা অনুযায়ী জিমেইল একাউন্ট ডিলিট হবার সাথে আপনার জিমেইল একাউন্টের অন্তগর্ত অন্যান্য একাউন্ট যেমন: ব্লগার, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল+ ডিলিট হয়ে যাবে।

৪। স্পর্শকাতর কোন বিষয় যেমন: গুগলের পাওনাদি, পূর্বে কোন টার্মস ভঙ্গের  কারনে একাউন্ট ডিলিট নাও হতে পারে।

৫। গুগলের টামর্স অনুযায়ী প্রাথমিকভাবে ডিলিট করা একাউন্ট প্রথমত কেউ ২ বছর ব্যবহার কিংবা রিকভারি করতে পারবে না।
২ বছর পর যে কেউ মালিকানা হিসাবে নতুন করে পূর্বের নামে একাউন্ট তৈরি করার  সুযোগ পাবেন।