তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট ( Google Adsense Account ) খুলবেন

আজকে দেখাবো কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন ৷ যারা ব্লগে লেখালেখি করেন তারা কমবেশি সবাই গুগল এডসেন্স সম্পর্কে জানেন ৷ গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইটে বিজ্ঞাপণ দেখিয়ে আয় করা যায় ৷ আগে বাংলা সাইট গুগল এডসেন্স এপ্রুভ করতো না ৷ তাই বাংলাদেশীরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিল ৷ কিন্তু বর্তমানে গুগল এই সুবিধা চালু করেছে বাংলা সাইটের জন্য ৷ তাই আপনার যদি কোন বাংলা সাইট বা ব্লগ থাকে তাহলে আপনিও গুগল এডসেন্স একাউন্ট খুলে আয় করতে পারেন ৷ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো -



১) প্রথমে  এই ঠিকানায়  যান ৷

২) এখন যে পেজ আসবে সেই পেজের প্রথমেই আপনার ওয়েব সাইটের এড্রেজ দিন ৷ যেমন- www.teck-park.com ৷  বুঝতে সমস্যা হলে নিচে ছবি দেখুন ৷



৩) এরপর নিচের বক্সে আপনার জিমেইল এড্রেজ দিন ৷ যদি জিমেইল না থাকে তাহলে নতুন করে আগে খুলে নিন ৷

৪) এরপর নিচে yes বাটনে ক্লিক করুন ৷

৫) সবশেষে Save and Continue বাটনে ক্লিক করুন

৬) এখন নতুন একটি পাতা খুলবে ৷ এখানে আপনাকে আপনার জিমেইল এড্রেস দেখাবে এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলবে ৷ তাই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটন ক্লিক করুন ৷

৭) এবার নতুন একটি পাতা আসবে ৷ এখানে উপরে লেখা থাকবে -
Change This Info
এর নিচে লেখা আছে Select your country or territory.
এই লেখা ক্লিক করে দেশের নাম Bangladesh সিলেক্ট করুন ৷ বুঝতে সমস্যা হলে নিচে ছবি দেখুন ৷

গুগল এডসেন্স এএকাউন্ট

৮)  এরপর নিচে দেখুন লেখা আছে ৷
Yes I have read and accept the agreement ৷
এই লেখার সামনের বক্সে টিক চিহ্ন দিন৷

৯) সবশেষে CREATE ACCOUNT লেখায় ক্লিক করুন ৷

১০) এবার নতুন একটি পাতা খুলবে ৷
এই পাতার সামনে একটি পপ আপ মেনু ভাসবে ৷ এখানে GET STARTED লেখায় ক্লিক করুন ৷

১১) এবার নতুন একটি পাতা আসবে ৷ এই পাতায় পেমেন্ট এর জন্য তথ্য পূরণ করতে বলবে ৷



* শুরুতে একাউন্ট টাইপ Individual করে দিন ৷
* নিজের নাম ঠিক করুন ৷ সাধারণত এখানে নাম দেয়াই থাকে ৷
* Address Line 1 এ আপনার ঠিকানা লিখুন ৷
* Address line 2 এ আপনার উপজেলা, জেলার নাম লিখুন ৷
* City - এর ঘরে সিটি নাম লিখুন ৷
* Postal code - এর ঘরে আপনার পোস্ট কোড লিখুন ৷
* Phone no - এই ঘরে আপনার মোবাইল নং লিখুন ৷

১২) সবশেষে SUBMIT লেখায় ক্লিক করুন ৷

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার এডসেনস একাউন্ট ৷ এরপর গুগল আপনার সাইট ভিজিট করবে এবং তথ্য যাচাই করে আপনাকে মেইল করবে ৷ সেই মেইলে আপনার সাইটের মালিকানা যাচাই করতে বলবে ৷ কিভাবে সাইটের মালিকানা যাচাই করবেন আরেকদিন লিখবো ৷ আজকের মত বিদায় ৷