তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার ব্লগে সাইন আপ (Sign Up) পাতা যুক্ত করবেন

কেমন আছেন আপনারা ? অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম ৷ আসলে ব্যাস্ত থাকার কারনে লেখা হয় না ৷ কিন্তু আজকে অনেক ব্যস্ততার পরেও নতুন কিছু তুলে ধরবো ৷ আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে সাইন আপ পেজ যুক্ত করবেন ? আসলে ব্লগার ব্লগে এই অপশন যুক্ত করার জন্য কোন গ্যাজেট দেয়া থাকেনা ৷ তাই রাইটাররা সহজে ব্লগের সদস্য হতে পারে না ৷ এজন্য আমি নিয়ে আসলাম এই অপশন ৷ যাদের দরকার জেনে নিতে পারেন এই কোড ৷


১৷ আপনার ব্লগার ড্যাশবোর্ডে Log in করুন ৷

২৷ ড্যাশবোর্ড থেকে Page অপশনে ক্লিক করুন ৷

৩৷ এবার New page অপশনে ক্লিক করুন ৷ তাহলে নতুন একটি পেজ খুলবে ৷
৪৷ এখন Page title বা Name এর ঘরে লিখুন Sign Up কিংবা অন্য কিছু নাম দিতে পারেন ৷

৫ ৷ এবার একটু নিচে দেখুন পাশাপাশি দুটি ট্যাব আছে Compose /HTML ৷ আপনি HTML ক্লিক করুন ৷

৬ ৷ এবার নিচের বড় বক্সে কোডগুলো কপি করে নিয়ে পেস্ট করে দিন ৷ এরপর blogID =XXX এর জায়গয় আপনার ব্লগ আইডি দিন ৷ আপনার ব্লগ আইডি জানতে ব্লগারে লগইন করার পর ব্রাউজারের এড্রেজবারে দেখুন ৷ প্রায় ১৮ ডিজিটের একটি সংখ্যা পাবেন ৷ এটি আপনার ব্লগ আইডি ৷





৭৷ এখন উপরে ডানদিকে Publish বাটনে ক্লিক করুন ৷ তাহলে আপনার পাতা তৈরি হয়ে গেল ৷ এবার তৈরিকৃত পাতাটি Visible করার পালা ৷ এজন্য বাম পাশে Layout মেনুতে ক্লিক করুন ৷

৮৷ হেডার সেকশনের নিচে বা যেখানে আপনি পেজ যুক্ত করেছেন সেখানে Page এর Edit অপশনে ক্লিক করুন ৷ এরপর যে পাতা বা উইন্ডো ওপেন হবে সেখানে সব পাতার তালিকা দেখতে পাবেন ৷

৯৷ এখান থেকে নতুন তৈরিকৃত Page এর নামের পাশে ছোট বক্সে টিক চিহ্ন দিন ৷

১০৷ এখন Save বাটনে ক্লিক করুন ৷ তাহলে আপনার তৈরি করা পাতাটি পাবলিশ হয়ে গেল ৷

এবার ব্রাউজারের অন্য একটি ট্যাবে আপনার সাইট ভিজিট করে দেখুন ৷ সবকিছু ঠিক থাকলে নতুন পাতাটি পেজ সেকশনে দেখতে পাবেন ৷

পরবর্তী কাজঃ
কেউ এভাবে সাইন আপ করলে আপনার জিমেইলে একটি মেইল যাবে ৷ সেখানে নতুন সদস্যের নাম, মোবাইল নং এবং ইমেইল এড্রেজ পাবেন ৷
এখন উক্ত মোবাইল নং এ ফোন করে জেনে নিন উক্ত সদস্য কোন বিভাগে লিখতে চায় এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য ৷ এরপর আপনার তাকে সদস্য বা লেখক বানাতে মন চাইলে যে ইমেইল এড্রেজ পেয়েছেন সেটা আপনার ব্লগার ড্যাশবোর্ডের সেটিংস থেকে Add Author অপশনে ক্লিক করুন ৷ এরপর যে বক্স ওপেন হবে সেখানে জিমেইল এড্রেজ লিখে Invite Authors লেখায় ক্লিক করুন ৷ তাহলে উক্ত সদস্যের ইমেইলে একটা লিংক যাবে ৷ সেটাতে ক্লিক করে তাকে সদস্য পদ কনফার্ম করতে হবে ৷ আশা করি বুঝতে পেরেছেন ৷