তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগে কাস্টম সার্চ বক্স (Custom search box) যুক্ত করবেন


আজকে শেয়ার করবো কিভাবে ব্লগে বা ওয়েব সাইটে একটি Custom search box (কাস্টম সার্চ বক্স) যুক্ত করবেন ৷
এজন্য যা আপনাকে করতে হবে
* প্রথমে ব্লগারে লগইন করুন ৷
* এরপর ড্যাশবোর্ড এর Layout ক্লিক করুন ৷
* এখন যে জায়গায় সার্চ বক্স যুক্ত করবেন সেখানে Add a gadget লেখায় ক্লিক করুন ৷

* এরপর যে মেন্যু আসবে সেখান থেকে HTML/JavaScript নির্বাচন করুন ৷
* এখন যে বক্স ওপেন হবে তার নাম এর জায়গা ফাকা রেখে content এর ঘরে নিচের কোডটুকু পেস্ট করে দিন ৷




তারপর সেভ বাটনে ক্লিক করুন ৷ এরপর চাইলে আপনি ইচ্ছামত জায়গায় সেটাকে স্থাপন করতে পারবেন ৷ এজন্য সেটার উপর মাউছ পয়েন্টার রেখে বাম বাটন চেপে ড্র্যাগ করে ইচ্ছেমত জায়গায় নিয়ে মাউছ ছেড়ে দিন ৷
এরপর Save Arrangement লেখায় ক্লিক করুন ৷ আপনার সব কাজ শেষ ৷
এখন আপনার ব্লগ দেখুন ৷ কি কাজ হয়েছে তো ? না হলে কমেন্ট করে জানাবেন অথবা Contact form এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ৷

আজকে বিদায়, ভাল থাকবেন সবাই.....