তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে আপনার গ্রামীণ সিম থেকে অন্যের মোবাইলে ফ্লেক্সিলোড করবেন



আজকে দেখাবো কিভাবে আপনার জিপি সিম থেকে অন্য জিপি সিমে টাকা পাঠাবেন ? এটা বিকাশ একাউন্টে নয় সরাসরি সিমের ব্যালেন্স এ যোগ হয়ে যাবে ৷ অর্থাৎ আপনার জিপি সিম থেকেই আপনি ফ্লেক্সিলোড করে টাকা অন্য জিপি সিমে পাঠাতে পারবেন ৷ আর এই সুবিধা পাবেন সেই সব সিমের গ্রাহক যারা এক বছরের বেশি সময় ধরে সংযোগটি ব্যবহার করতেছেন এবং ৬০০ টাকার বেশি টকটাইম খরচ করেছেন ৷

আপনি যদি সেরকম গ্রাহক হন তাহলে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন regi আর পাঠিয়ে দিন ১০০০ নং ৷ তাহলে তৎক্ষনাৎ একটি মেসেজ আসবে এবং মেসেজে একটি পিন নং থাকবে ৷ এটি ভালভাবে সংরক্ষন করুন ৷ ফ্লেক্সিলোড করার সময় এই পিন নং লাগবে ৷
তো চলুন জেনে নেই কিভাবে আপনার ফোন থেকে ফ্লেক্সিলোড করবেন

* আপনি আপনার গ্রামীণ সিম থেকে  *১২১*১৫০০# ডায়াল করুন ৷

* এবার যে মেনু আসবে তাতে ২ নং এ লেখা আছে Transfer Balance ৷ তাই ২ চেপে Ok বা Send করুন ৷

* এবার লেখা আসবে
Please enter GP Mobile Number

তাই যে মোবাইল নং- এ টাকা পাঠাতে চান সেটা টাইপ করুন এবং Ok বা Send প্রেস করুন ৷

* এবার যে মেনু আসবে তাতে লেখা আসবে -
Please enter transfer amount between 50 to 100 taka.

অর্থাৎ ৫০ থেকে ১০০ টাকার মধ্যে যে কোন পরিমান টাকা আপনি পাঠাতে পারবেন ৷ তাই টাকার পরিমাণ টাইপ করুন এবং Ok বা Send প্রেস করুন ৷

উল্লেখ্য যে  যাকে টাকা পাঠাবেন তার ব্যালেন্স থেকে সার্ভিস চার্জ হিসেবে ২ টাকা কর্তন করা হবে ৷

* এবার যে মেনু আসবে তাতে বলা হবে
Please enter PIN Number ৷ তাই আপনার গোপন পিন নং টাইপ করে Ok বা  Send প্রেস করুন ৷

তাহলে সাথে সাথে আপনার ফোনে একটি মেসেজ আসবে যে আপনার ব্যালেন্স থেকে XXX টাকা ট্রান্সফার করা হয়েছে সফলভাবে ৷
সাথে সাথে আপনার ব্যালেন্স থেকে ফ্লেক্সিলোডের  টাকা  এবং মেসেজ চার্জ কেটে নেওয়া হবে ৷ আর কাঙ্খিত মোবাইল নং এ টাকা পৌছে যাবে ৷