তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন উত্তরাধিকার আইন অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাবেন



বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) আজ থেকে ১৪শ'বছর আগেই বলে গিয়েছেন, ''উত্তরাধিকার আইন নিজে জানো ও অপরকে শেখাও, সকল জ্ঞানের অর্ধেক হল এই জ্ঞান।'' মুসলিম হাওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই উত্তরাধিকার আইন সম্পর্কে তেমন ধারণা নেই। কিন্তু এটা প্রত্যেক মুসলিমের জানা প্রয়োজন। মুসলিম আইনে কুরআন, সুন্নাহ ও ইজমার ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়। এই সম্পর্কে পবিত্র কুরআনের সূরা নিসাতে জোর দিয়ে বলা হয়েছে। তাই এই বিষয়ে জানা উচিত।
আজকে শুধু আমরা স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও পুত্র-কন্যার উত্তরাধিকার আইন অনুযায়ী প্রাপ্য অংশ নিয়ে আলোচনা করব। তবে কোন মুসলমান মারা গেলে তার সম্পত্তি বণ্টনের আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়।
চলুন আগে জেনে নেই কী সেই সব আনুষ্ঠানিকতা।

ডাউনলোড করুন অভ্র এর জন্য UniBijoy লেআউট





আমরা যারা বাংলাতে অনেক আগে থেকে টাইপিং এর কাজ করি তারা বিজয় কীবোর্ড এ লেখায় অভ্যস্ত । কিন্তু যখন অনলাইনে কাজ করতে হয় তখন অভ্রতে লিখতে হয় । আবার অনেকে বিজয় বাহান্নতে লিখে থাকেন । তবে যারা অভ্রতে বাংলা লিখতে চান তাদেরকে সমস্যায় পড়তে হয় । কারন অভ্রর নুতন ভার্সন গুলোতে বিজয় কীবোর্ড এর লেআউট নেই । যেগুলো আছে যেমন: ন্যাশনাল, প্রভাতি, বর্ননা, ফোনেটিক, অভ্র ইজি , এগুলোতে হঠাৎ করে  বর্ন খুজে পাওয়া যায় না । ফলে বিজয় এ লেখায় যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে বাধে যত সব বিপত্তি । তাই আজকে আপনাদের কাছে ইউনি বিজয় লেআউট নিয়ে আসলাম ।
আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন । অত:পর ডাবল ক্লিক করে ইনস্টল করুন । এরপর আপনার পিসি রিস্টার দিন ।
এখন অভ্র চালু করে কীবোর্ড লেআউট দেখুন । সবার শেষে UniBijoy যুক্ত হয়েছে ।

এবার ইউনিবিজয় সিলেক্ট করে টাইপিং করুন । ব্যাস আর কোন ঝামেলা রইলনা ।