তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Add friend অপশন hide করবেন ?

অনেক সময় অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেকে আছেন যারা চান না যে তাদের আইডিতে আননোন রিকুয়েষ্ট আসুক।এক্ষেত্রে আপনি আপনার+Add as Friend বাটনটি হাইড/ডিসেবল করে রাখতে পারেন। তার জন্য প্রথমে আপনার ফেজবুকে ঢুকে Privacy Settingsএ ক্লিক করুন। এবার আপনি who can contact me? থেকে edit এ ক্লিক করুন।তারপর everyone থেকে friends of friends সিলেক্ট করে done এ ক্লিক করুন | ব্যাস আপনার কাজ শেষ। এক্ষেত্রে যারা ফ্রেন্ডলিষ্টে আছেন তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে।এছাড়া আর কেউ+Add as Friendবাটনটি দেখতে পাবে না।

Facebook email দেখবেন কিভাবে ?

প্রথমে দরকার হবে একটি ইয়াহু মেইল আইডি।
অতপর আপনার ইয়াহু মেইল আইডি টি আপনার ফেইসবুক আইডির সাথে লিংক করে নিন । ফেইসবুক থেকে লগ আউট না করে নিউ ট্যাবে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়েyahoo মেইল এ লগইন করুন। এরপরcontactsট্যাব এ যান। এরপর Import contacts এ ক্লিক করুন।
এরপর ফেইসবুক আইকনে ক্লিক করুন। এরপর একটি পপ-আপ উইন্ডোতে নিচের মতো ম্যাসেজ দেখতে পাবেন
"Do you want to share your contacts with yahoo?
এখানে OK বাটনে ক্লিক করুন| এরপর view imported contacts এ ক্লিক করুন| আর
দেখুন আপনার বন্ধুদের ইমেইল আইডি। ধন্যবাদ |

Free sms send করুন

নতুন বছরের অভিনন্দন জানিয়ে বন্ধুদেরকে ফ্রী এসএমএস করুন আপনার কম্পিউটার থেকে। ফ্রী এসএমএস করার জন্য এই ওয়েবসাইটে যান www.freesmscell.net তারপর যে মোবাইলে এসএমএস করবেন সেই নাম্বারটা দিন, এসএমএস লিখুন এবং ক্যাপচার টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করলেই এসএমএস চলে যাবে আপনার কাঙ্খিত মোবাইলে। এইভাবে যত খুশি তত এসএমএস করতে পারবেন যে কোন মোবাইলে। সবাইকে Happy New Year 2014

মোবাইলে PSC Result নিবেন কিভাবে ?

পিএসসি রেজাল্ট জানতে যারা অফিসিয়াল সাইট http://dperesult.teleta lk.com.bd/dpe.phpভিজিট করতে পারছেন না, তারা চাইলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারেন।
প্রাইমারী সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
DPE Upazila Code RollNumber 2013
ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
EBT Upazila Code RollNumber 2013
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

PSC Result 2013

পিএসসি রেজাল্ট জানতে এই অফিসিয়াল সাইটটি ভিজিট করুন এবং দরকারী তথ্য দিন | http://dperesult.teleta lk.com.bd/dpe.php

মোবাইল ফোন কিভাবে ক্ষতি করে ?

বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটা অংশে পরিনত হয়েছে।কিন্তু এই সেল ফোন শরীরের নানা ক্ষতি করে থাকে।যেমন-
১)একটানা ৩ মিনিটের বেশী কথা বললে মস্তিস্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে।
২)মোবাইল ফোনের রশ্নিতে ব্রেনে টিউমার বা ক্যানসার হতে পারে।
৩)কোমরে রাখলে কোমরে ব্যাথা হয়।
৪)প্যান্টের পকেটে রাখলে শুক্রানু উৎপাদন কমে যায়।
৫)বুকের পকেটে রাখলে হৃদপিন্ডের ক্রিয়ায় ব্যাত্যয় ঘটে|
৬)ঘুমানোর সময় মোবাইল ফোন মাথার কাছে রাখলে ঘুমে সমস্যা হয়।
৭)শিশুদের ত্বকের কোষ এর রেডিয়েশন শোষন করে।
৮)দীর্ঘ সময় কথা বললে শ্রবন শক্তি কমে যায় |

Gmail Auto Response চালু করবেন কিভাবে ?

যারা নিয়মিত Gmail এ Email আদান প্রদান করেন তাদের জন্য দরকারী একটি পোস্ট | > প্রথমে Gmail একাউন্টে লগ ইন করুন | > এবার Settings অপশনে যান > এখন Vacation responder এ গিয়ে অপশনটা On করে দিন | > এবার টেক্সট বক্সে রিপ্লাই মেসেজ লিখুন | > সবশেষে Save change এ ক্লিক করে করুন | তাহলে এখন থেকে কেউ মেইল করলে সাথে সাথে অটো মেসেজটি পেয়ে যাবে |

Bkash থেকে মোবাইলে ফ্লেক্সিলোড করুন ১ মিনিটে





আমাদের কমবেশি সবারই bkash একাউন্ট আছে। টাকা আদান প্রদান এর ক্ষেত্রে আমরা bkash ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি bkash এর টাকা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করি, তাহলে কেমন হয় ? চলুন আজকে দেখাবো সেটা কিভাবে করবেন ?
> প্রথমে *247# ডায়াল করুন।
> এরপর ২য় অপশনটি (buy airtime) নির্বাচন করার জন্য reply চাপুন, অত:পর 2 চেপে Ok চাপুন।
> এবার যে সিমে ফ্লেক্সিলোড করবেন সেটার নাম যেমন -
1 Robi
2 Airtel
3 Banglalink
4 Grameenphone

নির্বাচন করার জন্য reply চেপে তার ক্রমিক নং চাপুন এবং Ok চাপুন।
> এবার আপনার সিমটি কোন ক্যাটাগরির তা নির্বাচন করুন, যেমন-
1 prepaid
2 postpaid
এজন্য আগের মত Reply চেপে 1/2 চেপে ok চাপুন।
> এখন যে নাম্বারে লোড দিবেন তা প্রবেশ করিয়ে Ok চাপুন।
> টাকার পরিমান প্রবেশ করান (কমপক্ষে ১০ টাকা) এবং Ok চাপুন।
> Confirm করতে আপনার পিন নং দিয়ে ok করুন।
ব্যাস ১ মিনিটেই টাকা ফ্লেক্সিলোড হয়ে যাবে।