তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে subscribe to posts (Atom) Remove করবেন ?

আজকে শেয়ার করবো কিভাবে subscribe to post (Atom) লেখাটি দুর করবেন |
প্রথমে ব্লগে লগ ইন করে Template থেকে Edit HTML লেখায় ক্লিক করুন |

তারপর search করন

<b:include data='feedLinks' name='feedLinksBody'/> 

এবং এই কোড টি deleteকরে দিন। অথবা search করুন এবং এটি delete করে দিন।

ব্যাস কাজ শেষ | এবার অন্য একটি ট্যাবে ব্লগ দেখুন উক্ত লেখাটি আর নেই |
ব্লগ নিয়ে ধারাবাহিক ভাবে আরও পোস্ট লেখা হবে। কোনো সমাস্যা হলে কমেন্ট করে জানাবেন।আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভাল থাকবেন সবাই।

কিভাবে Title Tag পরিবর্তন করে ভিজিটরকে আকৃষ্ট করবেন ?

 কিভাবে টাইটেল ট্যাগ পরিবর্তন করে আপনার পোস্টকে সার্জ ইন্জিন সহায়ক করে বেশি ভিজিটর আনবেন তা নিয়ে আজকের এই পোস্ট ।
  • নিজের গুগল আইডি ও পাসওয়ার্ড  দিয়ে ব্লগারে লগইন  করুন।
  • ড্যাশবোর্ডে Template  অংশের এডিট এইচটিএমএল (Edit HTML) পাতায় চলে যান। সেখানে প্রথম দিকে নিচের লাইনটি খুঁজে বের করুন।
  • <title><data:blog.pageTitle/></title>
  • লাইনটিকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।
  • <b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
    <title><data:blog.pageTitle/></title>
    <b:else/>
    <title><data:blog.pageName/> ~ <data:blog.title/></title>
    </b:if>
  • এবার সেভ (Save) করুন।
  • অন্য ট্যাবে  ব্লগটির যে কোন পোস্টের টাইটেলে  ক্লিক  করুন। যখন শুধুমাত্র পোস্টটি দেখা যাবে তখন ব্রাউজারের টাইটেল বারে (Browser Title Bar) খেয়াল করুন। পোস্টের টাইটেলটি প্রথমে দেখাচ্ছে। আর ব্লগের নাম দেখাচ্ছে পরে।
  • এখন আপনার ব্লগ সার্চ ইঞ্জিন সহায়ক হয়ে গেছে।

কিভাবে ব্লগ থেকে Powered by blogger লেখাটি delete করবেন ?

১.প্রথমে ব্লগে login করুন।
২.এখন dashbord থেকে template এ যান।
৩.Template টির backup নিন।
৪.এখন Edit HTML ক্লিক করুন।
৫.Expand Widget Templates এ টিক চিহ্ন দিন।
৬.এবার ctrl+f চাপুন এবং উপরে ডানদিকে search box এ লিখুন attribution
৭.তারপর showaddelement='no'> ও 'locked='true' এমন দুটি কোড দেখতে পাবেন।এই কোড দুটি edit করতে হবে।সব ঠিক থাকবে।শুধু no এর স্থানে yes আর true এর স্থানে false লিখুন।অতঃপর template save করুন।
৮.এখন layout এ ক্লিক করে সবার নিচে attribution এর edit এ ক্লিক করে remove ও delete ক্লিক করুন|

কিভাবে ফেসবুকে Blue colour এর text দিবেন ?


ফেইসবুকে Blue (নীল) কালার এর টেক্স (লেখা) দিতে চান? তাহলে আর দেরী না করে নিচের পদ্ধতি ভাল ভাবে অনুসরন করুন।

খুবই সাধারন একটা ব্যাপার| সাধারণত ফেইসবুক এ কোন কিছু লিখলে তা কালো কালারের ফন্ট এ দেখা যায় কিন্তু আপনি চাইলে এটিকে নীল বা লিংক কালার এ রূপান্তর করতে পারেন |
না ঘাবড়ানোর দরকার নাই, খুবই সহজ একটা ট্রিক্স |

আপনি যে লেখাটি নীল কালার করতে চান তা এইভাবে লিখুন
@@[0:[0:9:Text Here]]এখানে, Text Here লেখাটিতে আপনার লেখা দিয়ে কমেন্ট করুন কিংবা ওয়াল পোস্ট করুন | ব্যাস, এবার মজা দেখুন |

Proxy Server কি এবং কেন ?




Proxy হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক যা User কে ইন্টারনেটের সাথে পরোক্ষভাবে যুক্ত করে দেয়। আর যারা এই সেবা দিয়ে থাকে তারা হচ্ছে Proxy server। অর্থাৎ User ও কাঙ্খিত Web এর মাঝে অবস্হান করে Proxy Server। ফলে User ও কাঙ্খিত সাইটের মাঝে সরাসরি কোন কানেকশন থাকে না। তাই User এর Real তথ্যগুলো গোপন থাকে।
সহজ ভাবে বলতে গেলে,প্রক্সি সার্ভার হল কোনো ওয়েব সার্ভার এবং আপনার মধ্যবর্তী একটি মাধ্যম যা আপনার জন্য ওয়েব সার্ভার থেকে তথ্য টেনে আনে, অতঃপর আপনাকে তা প্রদর্শন করে।
আরো সহজ ভাবে বলতে গেলে, এটি অনেকটা ওয়েটারের মত। আপনি যখন কোনো হোটেল বা রেস্টুরেন্টে খেতে যান, তখন আপনি ওয়েটারকে খাবার আনার নির্দেশ দেন। এরপর সে আপনার খাবারের তালিকা গ্রহণ করেন, তারপর সে ভিতরে গিয়ে খাবার সংগ্রহ করে এবং সবশেষে আপনাকে খাবার পরিবেশন করে। ঠিক তেমনি প্রক্সি সার্ভারও হচ্ছে এক ধরনের ওয়েটার। আপনি যখন প্রক্সি ব্যবহার করে কোন ওয়েবসাইটে ঢুকবেন, তখন সে নিজে গিয়ে কাঙ্কিত ওয়েবসাইট থেকে তথ্যগুলো আনে। আর সবশেষে আপনাকে প্রদর্শন করে।

যাই হোক Proxy server এর মাধ্যমে আমরা নিজের তথ্য গোপন রেখে নেট ব্রাউজ করতে পারি। অনেক website আছে যেগুলো ফ্রী এই সেবা দেয়।

Proxy server তিন ধরনের হতে পারে। যেমন- Anonymous, Distorting, High anonymity.
পরের পোস্টে এসব নিয়ে লিখব। আজকে বিদায়। ভালো থাকবেন।


কিভাবে Page View বাড়ানো যায় ?


প্রথমে www.likesplanet.com এ একটা অ্যাকাউন্ট করুন। (রেফারেল হিসাবে minka দিন)
এখান থেকে আপনার ফেসবুক পেজের লাইক ও বাড়াতে পারবেন। যাহোক এবার ফেসবুক লাইক, শেয়ার ইত্যাদির মাধ্যমে আপনার পয়েন্ট বাড়িয়ে নিন। এবার উপরের দিকে এলেক্সা লেখাতে ক্লিক করুন। Add a website লেখাতে ক্লিক করে আপনার সাইটটি যুক্ত করুন। তারপর আপনার সাইটের জন্য পয়েন্ট সেট করুন | মনে রাখবেন একশ পয়েন্ট দিলে আপনাকে ১০টা পেজ ভিউ দিবে তাই যত বেশি পয়েন্ট দিবেন পেজ ভিউ তত বেশি হবে। ব্যস অ্যাড হয়ে গেলে দেখুন আপনার সাইটের পেজ ভিউ কিভাবে বাড়ে।

কিভাবে ব্লগে Meta dscription যোগ করবেন ?

মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটোই অন পেজ অপটিমাইজেশন এর অংশ। এটা যোগ করলে ব্লগে অনেক ভিজিটর পেতে পারেন।এমনকি মেটা ডিসক্রিপশন যোগ করে সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদেরকে আগেই থেকেই ধারনা দেওয়া যায়। এজন্য প্রথমে ব্লগে লগ ইন করুন। অতঃপর Settings থেকে Search Preferences এ যান।এখানে দেখুন Description লেখা আছে। এবার এই বক্সের মধ্যে আপনার সাইট সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা লিখুন যা আপনার মুল সাইটের এবং পেজের ডিসক্রিপশন হিসাবে প্রদর্শিত হবে।আশা করি বুঝতে পেরেছেন|

কিভাবে প্রতিটি ব্লগ পোস্টে Search description যোগ করবেন ?

আমরা কোন কিছু Search করি তখন ফলাফলে দেখি পোস্ট টাইটেল এর মত সুন্দর একটা বর্ননা যা সবাইকে আকৃষ্ট করে | এটাই হচ্ছে Search description. *এজন্য যা করবেন - ব্লগে লগ ইন করে পোস্ট লেখার পর দেখুন ডানপাশে Search Description লেখা আছে | এখানে ক্লিক করুন, একটা বক্স আসবে | এই বক্সের মধ্যে আপনি যে ডিসক্রিপশন দেবেন সেটাই সার্চ ফলাফলে দেখা যাবে। এভাবে আপনি যত পোস্ট দেবেন প্রতিটা পোস্টের ডিসক্রিপশন দিয়ে দেবেন। অতঃপর Ok করে পোস্ট পাবলিশ করুন (তবে সবচেয়ে ভাল হয় পোষ্টের টাইটেলটাই এখানে দেওয়া) আশা করি বুঝতে পেরেছেন।

কিভাবে ব্লগ Template ব্যাকআপ রাখবেন ?


আমরা যখন ওয়েব ডিজাইন করি তখন কোডিং এ ভুল হলে ওয়েবসাইট ব্রাউজারে প্রদর্শিত হয়না | তাই এ সমস্যা থেকে বাচতে টেমপ্লেট ব্যাকআপ রাখা জরুরী | এজন্য-

* প্রথেমে ব্লগে লগিন করুন।

* তারপর Settings থেকে Template এ ক্লিক করুন |

* এবার ডানপাশের উপরে দেখুন Backup/Restore লেখা আছে, সেখানে ক্লিক করুন।

* একটা পপআপ মেনু দেখতে পাবেন। সেখান থেকে Download full template এ ক্লিক করুন।

* অতঃপর Save Template সিলেক্ট করে ok করুন।

তাহলে টেমপ্লেট এর ব্যাকআপ তৈরি হলো |

Bkash থেকে কিভাবে টাকা তুলবেন ?

Bkash একাউন্ট থেকে টাকা তোলার জন্য Bkash চিহ্নিত দোকানে গিয়ে Bkash এজেন্ট নং টা নিন |
* অতঃপর আপনার ফোন থেকে *247# ডায়াল করুন | Bkash মেনু আসবে।

* এবার 4 Cash Out অপশনটি নির্বাচন করুন।

* তারপর 1 From Agent নির্বাচন করুন |

* এবার এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করুন |

* কত টাকা তুলবেন তা প্রবেশ করিয়েOk করুন |

* অতঃপর আপনার ট্রানজেকশন পিন দিয়ে Ok করুন।
* আপনার ফোনে একটি SMS আসবে, ততক্ষন অপেক্ষা করুন | SMS আসলে আপনার টাকা বুঝে নিন |

Bkash কি এবং কেন ব্যবহার করবেন ?

Bkash হচ্ছে মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিমিষেই টাকা পাঠানোর একটি সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি।

বিকাশ ব্যবহারের সুবিধাগুলো কি কি ?
১) সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন স্হানে টাকা পাঠানো কিংবা গ্রহন করা যায়।
২) ঢাকা সহ দেশের বিভিন্ন স্হানে দোকান থেকে কেনা-কাটা করা যায়।

৩) আপনার যদি দোকান থাকে তাহলে আপনিও ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন।

৪) কিছু কিছু অনলাইন শপিং মলে Bkash এর মাধ্যমে পেমেন্ট করা যায় |
৫) এর মাধ্যমে ফ্লেক্সিলোড করা যায়|

Anchor text কি এবং কেন ?

Anchor text মানে text এর মধ্যে কিছু লুকিয়ে রাখা | অর্থাৎ কোন সাইটে নিজের সাইটের ঠিকানা কোন মৌলিক কীওয়ার্ড দিয়ে সরাসরি লেখাকে anchor text বলে। অনেকে ব্লগে নিজের নাম লিখে সাইটের ঠিকানা দিয়ে আসে এটাও anchor text বটে। মূলত ওয়েব পেজে প্রদর্শিত লাইনের মধ্যে কয়েকটি শব্দ হাইলাইটেড করে কোন সাইটের ঠিকানা লুকিয়ে রাখা বা কোন তথ্য রাখাকে anchor text বলে |সাধারনত anchor text এ মাউস রাখলে সাইটের ঠিকানা দেখা যায়। আমরা কোন কিছু ডাউনলোট করতে গেলে দেখি click here,মূলত উক্ত লেখার নিচে লিংকটা লুকানো থাকে | এটাই anchor text .

কিভাবে Google এ sitemap সাবমিট করবেন

Google Webmaster এ গিয়ে লগইন করে Add a site বাটনে ক্লিক করে ওয়েবসাইটের এড্রেস দিন। এবার আপনাকে ওয়েবসাইটের মালিকানা প্রমাণ করতে বলবে। এক্ষেত্রে blogger.com এবং wordpress.com ব্যবহারকারিগণকে Meta Tag পদ্ধতি ব্যবহার করতে হবে এবং অন্যরা Meta Tag এবং HTML File উভয় পদ্ধতি ব্যবহার করতে পারেন। পদ্ধতি সম্পর্কে জানবেন উক্ত পেজের বাম কলামের লিংকে।
এবার ড্যাসবোর্ডে Sitemaps থেকে > Submit a Sitemap অপশনে যান এবং আপনার সাইটম্যাপের নামটি টাইপ করুন।ব্যাস এভাবেই গুগলে যেকোনো ওয়েবসাইটের সাইটম্যাপ জমা করা যায় |

কিভাবে ব্লগে কাষ্টম থিম প্রয়োগ করবেন

কাস্টম থিম প্রয়োগ করতে ব্লগে লগ ইন করুন। এবার Template এ যান,ডান পাশে দেখুন Backup/Restore লেখা আছে।ঐখানে ক্লিক করুন।একটি পপআপ পেজ আসবে।
(ভবিষ্যত এর জন্য টেমপ্লেটটি ব্যাকআপ করে রাখুন)
ঐখান থেকে Browse এ ক্লিক করে আপনার ডাউনলোটকৃত থিমটির ভিতরে দেখুন .XML এক্সটেনশন এর একটা ফাইল আছে | সেটা সিলেক্ট করুন এবং আপলোড করুন।
একটু অপেক্ষা করুন হয়ে যাবে।তারপর ইচ্ছামত এডিট করে নিয়ে নিন।কোন কারনে ভুল হলে আগের মত ব্রাউজ এ ক্লিক করে যে ব্যাকআপ ছিল তা সিলেক্ট করে ওপেন করে আপলোড এ ক্লিক করুন।সবশেষে সেভ করুন |

Sitemap কি ?

সাইটম্যাপ হল ওয়েবসাইট এর একটি মানচিত্র।এটি search engine কে বলে দেয় এই সাইটটির বিষয়বস্তু কি এবং এই সাইটের কোথায় কি আছে ? যেমন ধরুন আপনাকে ঢাকা যেতে হবে, এখন আপনার কাছে যদি ঢাকার একটি মানচিত্র থাকে তাহলে সহজেই বুঝে যাবেন যে, ঢাকার কোথায় কি আছে ? ঠিক এই রকম ভাবে সাইটম্যাপ ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা আবশ্যক। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে? ফলে ইনডেক্স করতে সুবিধা হয়|

Meta Tag কি এবং কেন ?

মেটা ট্যাগ এমন ধরনের ট্যাগ যা যোগ করে সার্চ ইজ্ঞিন থেকে ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারা যায় | যেমনঃ গুগল,ইয়াহু,বিং,আস্ক ইত্যাদি। মেটা ট্যাগ সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ এমন একটি এইচটিএমএল ট্যাগ যেটা সমস্ত সার্চ ইজ্ঞিন সাইটকে আপনার সাইট সম্পর্কে ধারনা দেবে।যার উপর নির্ভর করে আপনার সাইটকে তারা তাদের সার্চ রেজাল্টে দেখাবে। মেটা ট্যাগের মাধ্যমে আপনার সাইটের কিছু তথ্য দেয়া যাবে।সার্চ ইঞ্জিনকে বিশেষ ধরণের কিছু নির্দেশনাও দেয়া যায় মেটা ট্যাগ দিয়ে।

বিরক্তিকর ইনকামিং কল আটকে দিন

অনেক সময় অপরিচিত নং থেকে মিস কল আসে অথবা sms দিয়ে বিরক্ত করে কিংবা পরিচিত কেউ দুষ্টামি করে | তখন খুব খারাপ লাগে এবং রাগ উঠে যায় | এমন অবস্হা থেকে মুক্তি পেতে বিরক্তিকর কল আটকে দেওয়া যায় এটা খুবই সহজ একটা ব্যাপার। এজন্য ফোন সেটিং থেকে কল সেটিং এ গিয়ে Black list on করে উক্ত নং ঐখানে সেভ করে দিন | এছাড়া সকল ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন *35*0000#
এবং চালু করতে #35*0000#
ডায়াল করুন | এসএমএস বন্ধ রাখতে *35*0000*16#
এবং এসএমএস চালু করতে #35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন পাসওয়ার্ড।

Facebook লাইক বক্স

ওয়েবসাইট বা ব্লগে লাইক বক্স যুক্ত করার জন্য
> প্রথমে ফেসবুকের লাইক পেজে যান |
> এবার Add Like Box এ ক্লিক করুন |
> ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে |
> ওপেন হবার পর আপনার ফেসবুক লাইক পেইজের URL এড্রেস দিয়ে অন্যান্য অপশন নিজের পছন্দ মত সেট করে নিন। (ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করার জন্য প্রিভিউ পাশে দেখে নিন)
> তারপর Get Code অপশনে ক্লিক করুন।
> প্রাপ্ত কোডের যে কোন ‌একটি কপি বা ডাউনলোট করে নিন |
> এবার ওয়েবসাইট বা ব্লগে লগ ইন করে নুতন গ্যাজেট যুক্ত করে উক্ত কোড দিলেই তৈরি হয়ে যাবে লাইক বক্স।