তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ফেসবুক একাউন্ট চিরতরে মুছে ফেলবেন (delete facebook account forever)




আজকে শেয়ার করব একাউন্ট ডিলিট সম্পর্কে | অনেকেই আছেন যারা ফেসবুক একাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করতে চান কিন্তু পারেন না । ফেসবুক থেকে আপনি সর্বচ্চো একাউন্ট কে ডিএকটিভেট করতে পারেন । কিন্তু আবার লগিন করলে যাহা লাউ তাহাই কদু । একাউন্ট ডিলিট করতে নিচের লেখা অনুসরন করুন ।

* প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন ( যেটা ডিলিট করতে চান)

* এখন এই লিঙ্কে ক্লিক করুন

* ক্লিক করার পর, একটি পেইজ আসবে Delete my account এই লিঙ্কে ক্লিক করুন।

*এখন আরেকটি পেইজ ওপেন হবে। এখানে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড ও কাপচা দিয়ে বক্স পুরুন করে OK ক্লিক করুন।


*ক্লিক করার পর আরেকটি পেইজ আসবে। আবার OK ক্লিক করে দিন।

কাজ শেষ । আপনার আইডি ডিলিট হয়ে গিয়েছে। তবে এখনো পুরোপুরি না, আপনার মেইল চেক করুন (যেটা ফেসবুক আইডিতে ব্যাবহার করেছেন)। দেখুন একটি মেসেজ এসেছে ফেসবুক থেকে। মেসেজ এ বলা আছে, যে আপনি যদি আপনার আইডি তে পুনরায় চালু করতে চান, তাহলে মেসেজ এ একটা লিংক থাকবে। ওই লিংক ক্লিক করলে আপনি আবার আপনার একাউন্ট ফেরত পাবেন। তবে ১৪ দিনের মধ্যে।
যদি ডিলিট করার ১৪ দিনের মধ্যে মনে হয় যে, আবার আপনার আইডি চালু করবেন, তাহলে মেসেজ এ দেয়া লিঙ্কে ক্লিক করুন। আর যদি না চান, তবে মেসেজ চেক করার এ দরকার নাই।
তাহলে আপনার ফেসবুক একাউন্ট স্থায়ী ভাবে ডিলিট হয়ে যাবে ।

কিভাবে facebook এ post এর মাঝে page link দিবেন





বন্ধুরা কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন । আজকে ফেসবুকের মজার টিপস নিয়ে এসেছি । আশা করি ভালো লাগবে । অনেকে হয়তো জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই পোস্ট। কিভাবে আপনার পেজকে লেখার মাধ্যমে প্রমোট করবেন ? এজন্য যা করতে হবে, প্রথমে নিচের কোডটি কপি করে স্টেটাস এ বসান @@[0:[এখাণে আপনার পেজ আইডি দিন:1:এখানে আপনার লেখা বসান ,যেমন like this]] এখন পোস্ট করুন। তাহলে কাজ শেষ | এবার মজা দেখুন | এটা অনেকটা ব্যাকলিংক এর মত | তো আজকে বিদায় |

বয়স ধরে রাখার ১৭ টিপস্


১. সপ্তাহে তিন দিন রাতে ভালো
মানের মধু খান ও চেহারায়
মাখে ধুয়ে ফেলুন।

২. অবশ্যই নিয়মমাফিক
পানি পান করুন।

৩. অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।
৪. পছন্দের বা বিনোদনমূলক
স্থানগুলো ভ্রমণ করুন।

৫. ছলনা করেন না।ভালোবাসায়
ছলনা আপনাকে অচিরেই বুড়িয়ে দেবে।

৬.প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে বেশি সময় কাটান।

৭. নিজের চেয়ে বয়স বেশি, এমন মানুষের সঙ্গে সময় কাটান বেশি বেশি।

৮. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা চেহারায় বয়সের ছাপ ফেলে।

৯. চোয়াল খানিক এলিয়ে থাকতে
দিন।মুখের ভারিক্কি ভাব দূর হয়ে
যাবে।

১০.শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে থাকার অভ্যাস করুন।

১১. সুযোগ পেলে নাচুন।

১২. বেশি বেশি মন খুলে হাসুন।

১৩. মন থেকে ভালোবাসুন বই,
গাছ, আকাশ।

১৪. সবসময় উদ্যমী ও প্রাণবন্ত থাকুন।

১৫. নিয়ম করে ঘুমান।

১৬. বৃক্ষজাত খাবার বেশি খান।

১৭. মুটিয়ে যাবেন না কখনই। মুটিয়ে যাওয়া মানেই নিজেকে বয়সী করে তোলা।

কিভাবে ফেসবুক চ্যাটে ফাকা মেসেজ (blank message chat )করবেন ?

আজকে শেয়ার করব খুব মজার একটা ট্রিক | কিভাবে ফেসবুকে ফাকা মেসেজ করা যায় | অনেকে হয়তো জানেন | যারা জানেন না তাদের জন্য এই পোস্ট | তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি | প্রথমে লগ ইন করুন | অতঃপর চ্যাট এ ঢুকে ফ্রেন্ড সিলেক্ট করুন | এরপর বক্স আসলে লিখুন @[0:] | ব্যাস কাজ শেষ | সেন্ড করুন বা ইন্টার চাপুন | আর বন্ধুকে চমকে দিন |
আজকে এ পর্যন্তুই | আশা করি ভাল থাকবেন সবাই |

কিভাবে ফেসবুকে ফাকা পোস্ট (blank post )করবেন ?

আজকে শেয়ার করব খুব ছোট্ট একটা ট্রিক | কিভাবে ফেসবুকে Blank post করা যায় | অনেকে হয়তো জানেন | যারা জানেন না তাদের জন্য এই পোস্ট | তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি | প্রথমে লগ ইন করুন | এরপর বক্স আসলে লিখুন @[0:] | ব্যাস কাজ শেষ | শেয়ার করুন বা ইন্টার চাপুন | আর সবাইকে চমকে দিন |
আজকে এ পর্যন্তুই | ভাল থাকবেন সবাই |

কিভাবে ফেসবুকে ফাকা কমেন্ট করবেন ?

আজকে শেয়ার করব খুব ছোট্ট একটা ট্রিক | কিভাবে ফেসবুকে ফাকা কমেন্ট করা যায় | অনেকে হয়তো জানেন | যারা জানেন না তাদের জন্য এই পোস্ট | তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি | প্রথমে কমেন্ট এ ক্লিক করুন | এরপর বক্স আসলে লিখুন @[0:] | ব্যাস কাজ শেষ | ওকে করুন বা ইন্টার চাপুন | আর সবাইকে চমকে দিন |
আজকে এ পর্যন্তুই | ভাল থাকবেন সবাই |