তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Blogger Post এ Code box যুক্ত করে কোড দেখাবেন

প্রথমে আপনার ব্লগে লগইন করুন । এবার ড্যাশবোর্ড থেকে  Template ক্লিক করুন । অতঃপর  Edit HTML ক্লিক করুন । এবার   ]]></b:skin>  এই কোডটি খুজুন ।  খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডটুকু পেস্ট করে দিন ।
.code { background:#f5f8fa; background-repeat:no-repeat; border: solid #5C7B90; border-width: 1px 1px 1px 20px; color: #000000; font: 13px 'Courier New', Courier, monospace; line-height: 16px; margin: 10px 0 10px 10px; max-height: 200px; min-height: 16px; overflow: auto; padding: 28px 10px 10px; width: 90%; } .code:hover { background-repeat:no-repeat; }
এবার সেভ করুন । এখন যখন পোস্টে কোড লিখবেন তখন HTML Mode এ গিয়ে  শুধু নিচের মত করে লিখবেন 

<div class="code"> Paste your code </div> 
তারপর পাবলিশ করে  আপনার ব্লগ দেখুন । আজকের মত বিদায়

কিভাবে Blogger Post এ Rectengle(আয়তক্ষেত্র) অংকন করবেন

আজ শেয়ার করব চিত্র অংকন করা নিয়ে ! আমরা তো অনেক রকম ছবি দেখি ওয়েব পেজে ! কিন্তু এগুলো আঁকার কৌশল জানিনা ! খুব সহজে আঁকা যায় মাত্র কিছু ট্যাগ ব্যাবহার করে! দেখুন এখানে দেখাচ্ছি জাতীয় পতাকার মত একটি আয়ত !


খুব সুন্দর তাইনা ? এবার নিচে এটি অংকন করার কোড দেখুনঃ

কিভাবে Post এর font size এবং color পরিবর্তন করবেন

আজকে কয়েকটি বিশেষ টিপস দিব ! তা হচ্ছে পোস্ট লেখার সময় কোড ব্যবহার করে ফন্ট এর রং এবং আকার পরিবর্তন করবেন যেভাবে ! আচ্ছা কথা না বাড়িয়ে এবার কোডগুলো প্রকাশ করিঃ
শুধুমাত্র ফন্ট সাইজ বড় ছোট করার কোডটি
শুধুমাত্র ফন্ট রঙ পরিবর্তন করার কোড
একই সাথে ফন্ট সাইজ ও রঙ পরিবর্তন করার জন্য

Blogger ব্লগে যুক্ত করে নিন একটি সহজ Calender

আজকে শেয়ার করবো কিভাবে ব্লগে বা ওয়েব সাইটে একটি সাধারন ক্যালেন্ডার যুক্ত করবেন গ্যাজেট হিসাবে ! এজন্য প্রথমে ব্লগারে লগইন করে Layout থেকে Add a gadget ক্লিক করার পর HTML/Javascript নির্বাচন করুন এবং Name এর ঘর ফাকা রেখে Content ঘরে নিচের কোডটুকু পেস্ট করে দিন ! তারপর সেভ করে ইচ্ছামত জায়গায় সেটাকে স্থাপন করুন ! আর ব্লগ দেখুন ! আজকে বিদায়, ভাল থাকবেন সবাই

কিভাবে Blogger ব্লগে Page number যুক্ত করবেন

আজকে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটা বিষয় । আপনার ব্লগকে আরো সুন্দর করে সাজাতে একটি পেজ নাম্বার গেজেট যুক্ত করে নিন খুব সহজে। এজন্য প্রথমে ব্লগারে লগইন করে Layout ক্লিক করুন। এরপর সবার নিচের দিকে ফুটার এলাকায় Add a gadget ক্লিক করে HTML/JAVA SCRIPT ক্লিক করুন। এরপর নামের বক্সটি ফাকা রেখে নিচের বক্সটিতে নিচের কোডগুলো পেস্ট করে দিন । অতঃপর সেভ করুন । এবার আপনার ব্লগ দেখুন ।



 এখানে প্রতি পেজে ৫ টি করে পাতা দেখনো হয়েছে । আপনি চাইলে নিজের মত করে সেট করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই ।

কিভাবে Blogger এ একটি simple Calender and Time যুক্ত করবেন

আজকে শেয়ার করব মজার একটা বিষয় । আপনার ব্লগকে আরো সুন্দর করে সাজাতে একটি সাধারন ক্যালেন্ডার ও স্থানীয় সময় যুক্ত করে নিন খুব সহজে।
এজন্য প্রথমে ব্লগারে লগইন করে Layout ক্লিক করুন। এরপর Add a gadget ক্লিক করে HTML/JAVA SCRIPT ক্লিক করুন। এরপর নামের বক্সটি ফাকা রেখে নিচের বক্সটিতে নিচের কোডগুলো পেস্ট করে দিন । অতপর সেভ করুন । এবার আপনার ব্লগ দেখুন ।

কিভাবে Grameen sim এ ballance transfer করবেন

প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে REG লিখে 1000 নং এ পাঠিয়ে দিন। এবার একটু অপেক্ষা করুন। আপনি একটি PIN Code এর মেসেজ পাবেন। সেটি সেভ করে রাখুন ! এবার Balance Transfer করতে আপনার মোবাইলের Massage Option এ গিয়ে লিখুন BTR PIN Code Mobile No Amount তারপর Send করুন 1000 নাম্বারে। যেমন: BTR 1234 01712345678 50 এবং পাঠিয়ে দিন 1000 নাম্বারে। বিঃদ্রঃ খেয়াল রাখবেন আপনি ৫০ থেকে ৯৯ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন ! আর এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে। জানলে সে গোপনে আপনার একাউন্ট হতে টাকা সরিয়ে নিতে পারবে।

কিভাবে আপনার Mobile এ SMS আসা বন্ধ করবেন

আজকে জানাব কিভাবে জিপি সিমে SMS আসা বন্ধ করবেন ! এটা অনেকেই জানে তারপরো লিখছি যারা জানে না তাদের জন্য ! এজন্য যা করতে হবে
প্রথমে আপনার ফোনটি হাতে নিন, এরপর *৩৫*০০০০*১৬# ডায়াল করুন ! ব্যাস কাজ শেষ, এখন আর কেউ আপনাকে SMS দিয়ে বিরক্ত করতে পারবে না !
এখন এটা থেকে মুক্তির উপায় কি ? অর্থাৎ আপনি চাচ্ছেন যে SMS আসুক আপনার ফোনে ! তাহলে ডায়াল করুন #৩৫*০০০০*১৬# কাজ শেষ ! তো আজকে এ পর্যন্তই, ভাল থাকবেন সবাই !

'জাতীয় বেতন স্কেল ২০১৫' অনুযায়ী বেতন নির্ধারন (Fixation) পদ্ধতি

জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গেজেট অনুসারে বেতন নির্ধারন করতে হবে অনলাইনে ! এজন্য সরকারি ভাবে একটি ওয়েব সাইট খোলা হয়েছে ! এই সাইটে ঢুকে বেতন নির্ধারন করতে হলে ভোটার আইডি কার্ড ও চাকুরি বহির বিভিন্ন তথ্য লাগবে, যেমনঃ প্রথম যোগদানের তারিখ, প্রথম কর্মস্থল,পদবি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংখ্যা, পিপি, ৩০ জুন ১৫ তারিখে মূল বেতন, পূর্বের গ্রেড, নুতন গ্রেড! এছাড়া মন্ত্রনালয়, পরিদপ্তর, প্রতিষ্ঠান বা অফিস, হিসাব রক্ষন অফিস, ক্যাডারের ক্ষেত্রে পরিচিতি নং লাগবে! সব জেনে এখান থেকে ফিক্সেশন করুন http://payfixation.gov.bd

Facebook এ কিভাবে নিজের Timeline এ অন্যের post দেওয়া বন্ধ করবেন

অনেক সময় ফেসবুকে নিজের টাইমলাইনে অন্য কেউ কিংবা friend সার্কেল পোস্ট লিখে ! এর মধ্যে কেউ ফাজলামি করে কিংবা বাজে পোস্ট ও করে ! এতে অন্যান্যরা খারাপ মনোভাব পোষন করে ! তাই আজকে এ থেকে পরিত্রানের উপায় বলে দিচ্ছি
প্রথমে আপনার ফেসবুক প্রফাইলে লগ ইন করুন !
এরপর profile থেকে আপনি Settings & Privacy তে যান! এরপর Timeline and Tagging এ ক্লিক করুন ! এখন Who can post on your timeline? লেখায় ক্লিক করুন ! এবার Only Me করে দিন ! ব্যাস কাজ শেষ ! এখন থেকে আর কেউ আপনার টাইমলাইন এ পোস্ট করতে পারবে না !

Blogger এ কিভাবে Text Box যোগ করে কোড দেখাবেন

আজকে খুব গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করছি ! অনেক সময় ব্লগ পোস্টে কোড দেখাতে হয় ! কিন্তু সেটা ব্রাউজারে কোড আকারে প্রদর্শিত হয় না ! তাই কি করে কোড আকারে দেখানো যায় সেটা text box এর মাধ্যমে দেখাচ্ছি ! এজন্য পোস্ট লেখার সময় HTML নির্বাচন করে নিচের মত করে লিখুন এবং পাবলিশ করুন
<textarea>এখানে আপনার কোড লিখুন</textarea>
ডেমো হিসেবে দেখুনঃ

এখানে আপনি ইচ্ছা করলে রো এবং কলাম এর সংখ্যা যুক্ত করতে পারবেন ! ধন্যবাদ সবাইকে !

কিভাবে Blogger এর Default Sharing Button Delete করবেন

আজকে বলবো কিভাবে ব্লগার ব্লগের ডিফল্ট শেয়ারিং বাটন মুছে ফেলবেন ! এজন্য ছোট্ট একটা কাজ করতে হবে ! *এজন্য ব্লগারে লগইন করুন ! *ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ! *এরপর Edit HTML এ ক্লিক করুন ! এখন নিচের কোডটুকু খুজুন <b:include data='post' name='shareButtons'/> *খুজে পেলে কোডটুকু ডিলিট করে দিন ! *এবার উপরে সেভ টেমপ্লেট বাটনে ক্লিক করে সেভ করুন ! *রিফ্রেশ করে ব্লগ দেখুন *আজকে এপর্যন্তই, ভাল থাকবেন সবাই...

কিভাবে GP SIM এর Packege জানতে পারবেন

আজকে শেয়ার করবো GP সিমের প্যাকেজ নিয়ে ! বর্তমানে জিপিতে তিনটি প্যাকেজ চালু আছে ! সেগুলো হচ্ছে বন্ধু, ডিজুস এবং নিশ্চিন্ত ! কিন্তু আপনি যদি দীর্ঘদিন ফোন ব্যবহার করেন কিংবা অন্য কারো প্যাকেজ জানতে চান তাহলে কিভাবে জানবেন ? হ্যাঁ খুব সহজে জানতে পারবেন এজন্য মেসেজ অপশনে গিয়ে info লিখে 4444 নং এ পাঠিয়ে দিন | ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি কোন প্যাকেজে আছেন ? এছাড়া *4444# ডায়াল করে যে মেনু আসবে সেখান থেকে রিপ্লাই চেপে 4 চাপুন এবং OK চাপুন ! ফিরতি একটা মেসেজ আসবে, সেটা পড়ুন তাহলেই প্যাকেজ জানতে পারবেন !

কিভাবে Blogger এ পোস্টের নিচে Posted By Admin দেখাবেন

আজকে শেয়ার করবো কিভাবে পোস্টের নিচে লেখক এর জায়গায় এডমিন দিবেন *প্রথমে ব্লগারে লগইন করুন *এরপর ড্যাশবোর্ডের উপরের দিকে আপনার ছবিতে ক্লিক করুন ! *ছবি সেট করা না থাকলে ছবি চিহ্নিত অংশে ক্লিক করুন ! *এরপর Edit Profile ক্লিক করুন ! *Identity অপশন থেকে Display name এর ঘরে পছন্দের নাম লিখুন (যেমনঃ আমি Admin লিখেছি) ! *Save Profile এ ক্লিক করুন ! *এবার Layout থেকে Blog Post Edit ক্লিক করুন *Posted by এর বক্সে টিক চিহ্ন দিন (আপনি ইচ্ছে করলে এ লেখাটিও পরিবর্তন করতে পারবেন) *Save এ ক্লিক করুন এবং ব্লগ দেখুন !

গাজরের পুষ্টিগুন নিয়ে যত কথা





গাজর একটি মজাদার সবজি। গাজর ঝাল, মিষ্টি সব ধরণের খাবারেই ব্যবহার করা হয়। রান্না ছাড়াও কাঁচা কিংবা সালাদেও গাজর খাওয়া হয়। যে ভাবেই এই সবজিটি খাওয়া হোক এটি সব ভাবেই সুস্বাদু। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জনপ্রিয়। গাজরের প্রচুর পুষ্টিগুণ আছে। শরীর ও ত্বক দুটির জন্যই গাজর খাওয়া খুবই উপকারী।

প্রতি ১০০ গ্রাম গাজরে আছে ক্যারোটিন ১০,৫২০ মাইক্রোগ্রাম, শর্করা ১২.৭ গ্রাম, আমিষ ১.২ গ্রাম, জলীয় অংশ ৮৫.০ গ্রাম, ক্যালসিয়াম ২৭.০ মি. গ্রা., আয়রণ ২.২ মি. গ্রা., ভিটামিন বি১ ০০.০৪ মি. গ্রা., ভিটামিন বি২ ০.০৫ মি. গ্রা., চর্বি ০.২ গ্রাম, ভিটামিন সি ১৫ মি. গ্রা., আঁশ ১.২ গ্রাম, অন্যান্য খনিজ ০.৯ গ্রাম, খাদ্যশক্তি ৫৭ ক্যালরি।

এছাড়াও গাজরের অনেক পুষ্টি গুন রয়েছে, নিম্নে তা উপস্থাপন করা হলোঃ
১. গাজর খুদা বাড়ায় এবং সহজেই হজম হয়।
২. গাজরে প্রচুর পরিমানে ভিটামিন এ, বি ও সি আছে।
৩. গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়।
৪. গাজর শরীরে শক্তি বাড়ায় এবং ওজন বাড়াতে সাহায্য করে।
৫. গাজরে প্রচুর পরিমানে ক্যালোরি আছে।
৬. শরীরের পুষ্টি উৎপাদন ও বুদ্ধির বিকাশে গাজর উপকারী।
৭. গাজর খেলে শরীরের রঙ ফর্সা হয় এবং মুখের সৌন্দর্য বাড়ে।
৮. গাজরে ফসফরাস আছে। জারা ব্রেনটের কাজ করেন, তাদের জন্য বিষণ উপকারী।
৯. গাজর শরীরে জ্বালা পেট ফাঁপা দূর করে।

এছাড়াও, মায়ের দুধের পরিবর্তে কৌটার দুধ খায়, এমন শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় বেশি। এই সমস্যা থেকে পরিত্রাণ দেবে গাজরের খিচুড়ি। শিশু গাজরের খিচুড়ি না খেলে দিতে পারেন গাজরের হালুয়া। গাজরের হালুয়া শিশুদের বুদ্ধি বিকাশে সাহায্য করে। কারণ, চিনি থাকে হালুয়ায়। চিনি মানে গ্লুকোজ, যা মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে।

কিভাবে Facebook এ friend request block থাকার পরও রিকুয়েস্ট পাঠাবেন

অনেক সময় অনেকের ফেসবুকে Friend Requesut Block হয়ে যায় আর সেজন্য Request পাঠাতে পারে না ! আজকে এ সমস্যা সমাধানের উপায় বলে দিচ্ছি.... যাকেrequest পাঠাবেন তার ফেইসবুকে ভেরিফাই করা Email ID অথবা ফোন নং collect করুন। তারপর নিচের এই লিঙ্কে যান- http://facebook.com /invite.php প্রথম বক্সে তার Email id অথবা ফোন নং দিন। দ্বিতীয় বক্সে কিছু বলার থাকলে লিখতে পারেন। অতঃপর invite এ ক্লিক করুন, তাহলে কিছু সময়ের ভিতর তার কাছে Friend Request চলে যাবে। এভাবে email অথবা ফোন নং জানা থাকলে আপনি রিকুয়েস্ট পাঠাতে পারবেন ||

HTML কি এবং কেন

HTML হল Hyper Text Markup Language. আর Markup Language হচ্ছে কতোগুলো Markup ট্যাগ এর সমষ্টি ! এই HTML দিয়েই ওয়েব সাইট তৈরি করা হয়। জেনে রাখা ভাল যে, HTML শেখার জন্য কোন ওয়েব সার্ভার প্রয়োজন হয় না। মোটকথাঃ Html হচ্ছে ওয়েব ডিজাইন করার প্রথম ধাপ। html জানা থাকলে নিজের ওয়েবসাইট নিজেই পছন্দমতো তৈরি করতে পারবেন। প্রোগ্রামিং জানেন না তারপরও পারবেন এই ল্যাঙ্গুয়েজ শিখতে যদি আগ্রহ আপনার থাকে ! কারণ html শিখতে আপনাকে প্রোগ্রামিং জানা লাগবেনা বরং html এর সহজ কিছু নিয়ম জানলেই হবে।

বাংলায় Programing শেখা যাবে এমন site এর list

আজকে শেয়ার করবো কিভাবে ইন্টারনেটে প্রোগ্রামিং শিখবেন ? আসলে অনলাইনে শিখতে চাইলে প্রচুর সাইট, ব্লগ এবং ফোরাম ঘুরতে হবে ! তাছাড়া বাংলায় এরকম প্রোগ্রামিং সাইট খুব কম ! তারপরও খুব ভাল মানের স্বনামধন্য কয়েকটি সাইটের এড্রেস দিচ্ছি ! আপনার কাজে আসলে শ্রম স্বার্থক হবে ! http://www.techtunes.com.bd http://www.tunerpage.com http://www.pchelplinebd.com http://rrfoundation.net http://techtweets.com.bd http://answerglobe.com http://www.bigganprojukti.com http://www.techmasterblog.com

Windows 7 এ Auto run কিভাবে বন্ধ করবেন

এজন্য যা করতে হবে *প্রথমে আপনি আপনার Start Menu তে যান, *এরপর Control Panel এ যান *View by: Category এখানে ক্লিক করে Small icons সিলেক্ট করে দিন। এখান থেকে দেখুন AutoPlay নামে একটি অপশন আছে *সেখানে ক্লিক করুন, *এখানে Use AutoPlay for all media and devices নামের উপরের টিকটি উঠিয়ে দিয়ে Save করুন, তাহলেই বন্ধ হয়ে যাবে, এরপর ট্রাই করুন, ইউএসবি পোর্টে কিছু দিয়ে, দেখুন আর অটোপ্লে আসছে না। তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, পরবর্তী পোষ্ট নিয়ে খুব তারাতারি আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন সাথেই থাকুন।

কিভাবে Blogger এ Post এর লেখার color change করবেন

আজকে শেয়ার করছি কিভাবে ব্লগারে পোস্টের লেখাকে ভিন্ন কালারে দেখানো যায়! এজন্য খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই ! শুধু নিচের কোডটুকু অনুসরন করে পোস্ট করলেই হবে ! আর font color red/green/blue এরকমভাবে ইচ্ছা মত দিতে পারবেন ! কোড দেখুন

<font color=''green''>আপনার লেখা যা রঙিন করে দেখাতে চান</font>

কি খুব সোজা তাই না? যাহোক আজকে জানলেন ইচ্ছেমত কালার পরিবর্তন করে পোস্ট করা ! আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে...

কিভাবে Blogger এ Post এর লেখাকে color এ পরিবর্তন করবেন

আজকে শেয়ার করছি কিভাবে ব্লগারে পোস্টের কোন লেখাকে রঙিন করে দেখানো যায়! এজন্য নিচের কোডটুকু অনুসরন করে পোস্ট করতে হবে ! আর ফন্ট কালার red/green/blue এরকমভাবে ইচ্ছা মত দিতে পারবেন ! কোড দেখুন

<p style=”font-color:green”>আপনার বাক্য বা শব্দটি লিখুন যেটা রঙিন করে দেখাতে চান</p>

খুব সোজা তাই না? তো ব্লগিং করুন আর বন্ধুদের চমকে দিন কিংবা ভিজিটরদের আকৃষ্ট করতে ইচ্ছেমত কালার পরিবর্তন করে পোস্ট লিখুন ! আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে...

কিভাবে Blogger ব্লগে Post এর কোন লেখাকে বড় করে দেখাবেন

আজকে দেখাব কি করে ব্লগ পোস্টের কোন লেখাকে বড় করে দেখানো যায়! এজন্য নিচের কোডটুকু অনুসরন করে পোস্ট করুন তাহলে কাজ হবে ! আর ফন্ট সাইজ 20px থেকে বাড়িয়ে নিয়ে ইচ্ছা মত দিতে পারবেন ! কোড দেখুন

<p style=”font-size:20px”>আপনার বাক্য বা শব্দটি লিখুন যেটা বড় করে দেখাতে চান</p>

খুব সোজা তাই না? তো ব্লগিং করুন আর বন্ধুদের চমকে দিন কিংবা ভিজিটরদের আকৃষ্ট করুন শব্দের ফন্ট বড় দেখিয়ে ! আজকে এ পর্যন্তই, ভাল থাকবেন সবাই...

Blogger ব্লগে কিভাবে সম্পর্কিত পোস্ট (related post) widget যুক্ত করবেন

আজকে শেয়ার করবো releted post গ্যাজেট যুক্ত করা নিয়ে ! এজন্য যা যা করতে হবেঃ
*প্রথমে ব্লগে লগ ইন করুন
*অন্য একটি ট্যাবে নিচের ঠিকানায় যান
http://linkwithin.com
*নিচের দিকে বক্সে email এরপর blog link দিন, *platform হিসেবে blogger
এবং with 4 দিন
*Get Widget এ ক্লিক করুন
*Install Widget এ ক্লিক করুন
*নতুন একটি ট্যাব খুলবে, সেখানে ব্লগ নির্বাচন করে Add Widget ক্লিক করুন
*একটু অপেক্ষা করে দেখুন সাইটবারে একটা Linkwithin নামে গ্যাজেট যুক্ত হয়েছে
*এটা টেনে Blog Post এর নিচে আনুন
*সেভ এরেজমেন্ট ক্লিক করুন!

কিভাবে HTMLবা CSS Code সহজেই Blogger ব্লগে পোস্ট আকারে দিবেন

আজকে দেখাবো কিভাবে কোনরকম কোডিং ছাড়াই HTML বা CSS কোড ব্লগে পোস্ট আকারে ভিজিটরদের দেখাবেন ! খুব সহজ একটা কাজ ! না দেখলে চরম মিস করবেন..
*এজন্য প্রথমে কোডগুলো কপি করে নিন !
*এরপর এই ঠিকানায় যান
http://www.blogcrowds.com/resources/parse_html.php
*এরপর বক্সের মধ্যে কোডগুলো পেস্ট করে দিন !
* Parse লেখায় ক্লিক করুন !
*এবার বক্সের মধ্যে যে লেখাগুলো দেখাচ্ছে তা কপি করে নিন !
*ব্লগারে লগইন করে new post ক্লিক দিন !
*টাইটেল দিয়ে পোস্ট লেখার বক্সে পেস্ট করে দিন!
*এবার পাবলিশ করুন !
*রিফ্রেশ দিয়ে ব্লগ দেখুন !

কিভাবে facebook id কে page এ রুপান্তর (convert) করবেন

ফেসবুক প্রোফাইলকে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়মঃ
*প্রথমে আপনার ফেসবুকে লগিন করে নীচের লিংকে যান https://www.facebook.com/pages/create.php?migrate
*এর পরে আপনার পছন্দ মত একটি ক্যাটাগরি সিলেক্ট করুন ।
*সকল প্রয়োজনীয় ইনফর্মেশন ফিল আপ করে create এ ক্লিক করলেই ফেসবুক আইডি পেজ এ কনভার্ট হয়ে যাবে !
*এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে একাউন্ট টিকে পেজ এ মাইগ্রেট করবেন সেটি আর কখনই পুনরায় প্রোফাইল এ ফিরিয়ে আনতে পারবেন না। তাই পেজ এ কনভার্ট করার আগে আপনার যাবতীয় ছবি, স্ট্যাটাস এর ব্যাকআপ রেখে দিন।

যৌন দূর্বলতার এলোপ্যাথিক চিকিৎসা(treatment for sexual debility)





সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

পুরুষের অক্ষমতা বা দুর্বলতা সমাজে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরুষত্বহীনতা বলতে পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়। একে তিন ভাগে ভাগ করা যায়-

*ইরেকশন ফেইলিউর : লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
*
পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা।
*
প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য স্খলন বা স্থায়িত্বের অভাব।
পুরুষের দুর্বলতা

পুরুষের দুর্বলতা বলতে যৌন অক্ষমতা বা যৌন আচরণে অতৃপ্তি, যৌন অসন্তোষ ইত্যাদি বোঝানো হয়ে থাকে। মূলত যৌন আচরণের যে দিকটি পুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর তাহলো পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা। এটিকে আমরা অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। অবশ্য মেডিকেল টার্ম হিসেবে একে ইম্পোটেন্স বা পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে। একজন পুরুষ যখন যৌন সঙ্গম বা যৌনমিলনের জন্য মনো শারীরিকভাবে প্রস্ততি লাভ করে তখন যদি তার লিঙ্গ বা পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থিন না হয়তবে তা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। সন্তোষজনকভাবে সেক্স করার জন্য ইরেকশন বা লিঙ্গের পর্যাপ্ত উত্থান একটি বাধ্যতামূলক আচরণ। এর ফলশ্রুতিতে পুরুষের যৌন আগ্রহ বা যৌন ইচ্ছার যেমন ঘাটতি দেখা যায় তেমনি চরমপুলক অনুভূতি লাভও তার ভাগ্যে জোটে না। যে পুরুষ এর ভুক্তভোগী তিনিই কেবল জানেন এর কেমন মর্ম পীড়া। অথচ মেডিকেল স্বাস্থ্য বিজ্ঞানে পুরুষত্বহীনতার অনেক আধুনিক কার্যকারী চিকিতসা রয়েছে। এখানে উল্লেখ্য যে, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত নানা সমস্যা যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে।
এর কারন হিসাবে যেটা ধরা হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র যৌন শিহরণের জন্য পর্যাপ্ত পরিমাণ সিগন্যাল পাঠাতে না পারার ফলে লিঙ্গ উত্থান ঘটে না।


চিকিৎসাঃ টেস্টানোন ২৫০ইনজেকশন, ২ সপ্তাহ পর পর মাংসের গভীরে দিতে হবে । এটি ছয় ডোজ দিলে ভাল হয় ।
এছাড়া  ট্যাডলাফিল গ্রুপের ঔষধ 'রিফিল ১০' (ওরিয়ন) প্রতি রাতে খাওয়ার পর ১০ - ১৫ দিন খেতে পারেন !
অনেকে আবার সিলডানাফিল সাইট্রেট গ্রুপের ঔষধ tablet - fulfeel (orion) সেবনের পরামর্শ দেন । এটি ব্যবহারে ও ভাল ফল পাওয়া যায় ।
সম্প্রতি ভারডানাফিল জাতীয় ঔষধ 'ভ্যালেন্টি' বাজারে এসেছে । এটিও ভাল ফল দেয় ।