তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

পিরিয়ডের সময় যেসব কাজ করা উচিৎ নয়


পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের নানা  রকম সমস্যা দেখা দেয়। এসবের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে তলপেটে পেটে ব্যথা, স্টোমাক ক্র্যাম্প ইত্যাদি। এই সময় অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় । কিন্তু আমরা অনেকেই তা জানিনা বলে না মেনে সেই কাজগুলি সচরাচর করে থাকি। ফলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হয়ে বিপদ ঘটতে পারে।

এইসময় শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এছাড়া দৌড়াদৌড়ি না করা, আস্তে হাঁটা চলা করা, সময়মত কাপড় বা প্যাড চেন্জ করা, পরিস্কার পরিচ্ছন্নতা মেনে চলা ইত্যাদি করা দরকার। এছাড়াও এমন  কতগুলো কাজ আছে যা  করলে  সারাজীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে। আসুন জেনে নেই  সেই কাজগুলি কী কী -

কি বোর্ডের ফাংশন কি (function key) এর ব্যবহার




শুভ সকাল ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম কম্পিউটার কি বোর্ড এর ফাংশন কি এর তথ্য নিয়ে ৷ কি বোর্ড এর সবার উপরের দিকে F1 থেকে F12 পর্যন্তু মোট বারোটি কি বা বাটন থাকে ৷ এগুলোকে বলা হয় ফাংশন কি ৷ এই কিগুলোর প্রত্যেকটির অালাদা অালাদা কাজ রয়েছে ৷ অাজকে কোন কি- কি কাজ করে সে সম্পর্কে লিখছি ৷

জেনে নিন নতুন চাঁদ দেখলে কোন দুয়া পড়তে হয়




আসসালামু আলাইকুম ৷ অাজকে একটি নুতন আমল শেয়ার করবো আপনাদের মাঝে ৷ আর সেটা হচ্ছে নতুন চাঁদ দেখলে কী দুয়া পড়তে হয়? অনেকেই হয়তো জানেন ৷ আমার পোষ্ট যারা জানেন না তাদের জন্য ৷ জেনে চাঁদ দেখলে কোন কোন দুয়া পড়তে হয় ৷

ব্লগারে কিভাবে ড্রপডাউন মেনুবার তৈরি করবেন



আজ আমি ব্লগের সাইডবারে কিভাবে একটি ড্রপডাউন ব্লগলিংক/ ওয়েবসাইট লিংকের তালিকা তৈরি করা যায় তা দেখাবো ।

* ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের
Layout পাতায় প্রবেশ করুন।

* এবার সাইডবার এলাকায় Add a Widget ক্লিক করুন ৷

শীতে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার উপায়


অাসছে শীত । আর শীত আসলে  ঘরে ঘরে সর্দি কাশির ধুম পড়ে যায়। বিশেষ করে বাচ্চাদের এবং যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের । তাছাড়া শীতে ঠান্ডা লেগে অনেকের সর্দি হয়ে বুকে কফ জমে যায়। আর তখন ডাক্তারের কাছে না গিয়ে অার রক্ষা নেই ৷ কিন্তু এমন কিছু  ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে বুকে কফ জমার সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি।

জেনে রাখুন মুসলিম ফারায়েজ নীতি




আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে মুসলিম ফারায়েজ আইন অনুসারে সম্পত্তির অংশ কে কতটুকু করে পাবে ? একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের এই ফারায়েজ আইন জেনে রাখা দরকার ৷ তাই পাঠকের সামনে তুলে ধরলাম ৷

স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন


সবাইকে হালকা শীতের অামেজে লাল গোলাপের শুভেচ্ছা ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম নুতন দরকারি একটা টিপস নিয়ে ৷ আজকে দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন ?

১। প্রথমে আপনার মোবাইলে *247# ডায়াল করুন।

জেনে নিন গ্রামে প্রবেশের দোয়া



আসসালামু অালাইকুম ৷ অাজকে অাপনাদের সামনে নিয়ে অাসলাম গ্রামে প্রবেশের দোয়া নিয়ে ৷ অামরা সবাই অাত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে  যাই ৷
কখনো শহর থেকে গ্রামে ৷ আবার কখনো গ্রাম থেকে শহরে বেড়াতে যাই ৷ কিন্তু অামরা অনেকেই জানিনা গ্রামে প্রবেশ করলে একটি দোয়া পাঠ করতে হয় ৷ এই দোয়াটি পাঠ করলে ইহকাল ও পরকাল দুই জায়গাতেই কল্যান ৷

জেনে নিন যানবাহনে উঠার দোয়া


আলী ইবনু রাবী‘আহ (রাঃ) বলেন, আলী (রাঃ)-এর নিকটে এক আরোহী নিয়ে যাওয়া হ’লে তিনি তার উপর পা রাখার সময় বলেন,

বিসমিল্লাহি আল-হামদুলিল্লাহি, সুব্হানাল্লাযী সাখ্খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহূ মুক্বরিনীন ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুংক্বলিবূন, আল-হামদুলিল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহা-নাকা আল্লাহুম্মা ইন্নী য:লামতু নাফ্সী ফাগফিরলী ফাইন্নাহূ লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা আংতা।

জেনে নিন ইতিহাসের সেরা ৫০০ বইয়ের তালিকা


বই হচ্ছে মানুষের পরম বন্ধু ৷ বই মনের খোরাক যোগায় ৷ বই পড়ে কেউ অানন্দ পায় ৷ কেউ পুরনো স্মৃতিকে স্মরন করে ৷ কেউবা সময় কাটায় ৷ কেউ জ্ঞান অর্জন করে ৷ আবার কেউ বই পড়ে নিজেকে সাহিত্যিক হিসেবে গড়ে তোলেন ৷ আর তাইতো জাতীয় কবি বলেছেন,

"রুচিমত ফুরিয়ে যাবে,
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে ৷
কিন্তু বই অনন্ত যৌবনা, যদি সে রকম বই হয় ৷"

আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে ইতিহাসের সেরা ৫০০টি বই পড়া উচিত বলে মনে করে একটি  তালিকা তৈরি করেছেন । আপনি মিলিয়ে নিতে পারেন এসবের মধ্যে আপনি কয়টি বই পড়েছেন ?

কিভাবে নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করবেন




গ্রাম-গঞ্জে, পাহাড়ি বা দূর্গম এলাকায় অনেক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যায়না। ফলে কথা বলতে বা ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা ফেস করতে হয়। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় বেরিয়েছে।

নেটওয়ার্ক ছাড়াই মোবাইল ফোনে কল করা, কল ধরা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেছে সংযুক্ত আরব আমিরাতের ‘থুরায়া’ নামের একটি স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের একটি অ্যাডাপ্টর ও অ্যাপ তৈরি করেছে, যা অ্যান্ড্রয়েড ফোনকে স্যাটেলাইট ফোনে রুপান্তর করবে। থুরায়া তাদের অ্যাডাপ্টারটি বাজারে ছেড়েছে।

কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ


কেমন আছেন এই শীতের দিনে ? সর্দি কাশি কিংবা জ্বর হতে নিজেকে সেভ রাখতে অবশ্যই কাথা বা কম্বলের নিচে বসে বসে বা শুইয়ে শুইয়ে মোবাইল টিপতেছেন ৷ তাই এ সময় কিছু কম্পিউটার ও ইন্টারনেটে ব্যবহৃত  দরকারি কথা বা শব্দ জেনে নিন যেসব শব্দ প্রতিদিন আমরা কোথাওনা কোথাও দেখে থাকি ৷
জেনে নিন কম্পিউটার এবং ইন্টারনেটে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণ রুপ ৷

কিভাবে এন্ড্রয়েড ফোন ভাইরাস মুক্ত রাখবেন



আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকি তাদের কমন সমস্যা হচ্ছে ভাইরাস। এটি এমন একটি জিনিস যা অ্যান্ড্রয়েড ফোনকে আস্তে আস্তে ধংস করে ফেলে। আবার ভাইরাসের জন্য পছন্দের অ্যান্ড্রয়েড ফোনটি অত্যন্ত স্লো হয়ে যায়। তাই আজকের টিপস- কিভাবে  অ্যান্ড্রয়েড ফোনকে ভাইরাস মুক্ত রাখবেন ?

জেনে নিন ধুমপান ত্যাগ করার অসাধারণ কৌশল


ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানের কুফল হিসেবে ফুসফুসের ক্যান্সার হয়, হার্টের রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়, মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা পায়, যৌন ক্ষমতা  কমে যায় প্রভৃতি নানা ক্ষতিকর দিক রয়েছে এই ধূমপানের। তাই অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। আর এসব কিছু বিবেচনা করে বিশেষজ্ঞগণ ধূমপানের কবল থেকে নিজেকে রক্ষার জন্য ১৩টি উপায় বলে দিয়েছেন। এসব পদ্ধতি অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব। জেনে নিন এই ১৩টি উপায় কি কি -

আইটি সেকশনে যা কিছু প্রথম



আজকের টিপস বাংলাদেশ ও বিশ্বের মধ্যে আইটি সেকশনে কখন কোন টেকনোলজি বা প্রযুক্তি আবিস্কৃত হয়েছে ৷ এসব তথ্য অনেকেই জানেন ৷ আমার পোস্ট যারা জানেন না তাদের জন্য এবং যারা চাকরির  জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাজে আসবে ৷ তাই শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন ৷

টনসিলাইটিস এর কারন, লক্ষন ও চিকিৎসা




জিহ্বার শেষ প্রান্তে, আলজিহ্বার নিচে দুই পাশে (ডান ও বাম পাশে ) বাদামের মতো ১.৫ সেন্টিমিটার আকারের লাল বর্ণের মাংসপিণ্ডকে টনসিল (Tonsil) বলা হয়ে থাকে। টনসিল দেখতে মাংসপিণ্ডের মতো মনে হলেও এটি আসলে লসিকা কলা বা লিম্ফয়েড টিস্যু দিয়ে তৈরি।
জন্ম থেকেই আমাদের গলার মধ্যে এই টনসিল থাকে এবং বাচ্চাদের বেলায় টনসিল আকারে বড় দেখা যায় এবং পর্যায় ক্রমে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টনসিল ক্রমান্বয়ে ছোট হতে থাকে।

কিভাবে পেনশনের হিসাব করবেন





চাকুরী ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৯০ শতাংশ পাওনাদার হবেন। নতুন জাতীয় গেজেট ২০১৫ অনুযায়ী  চাকুরী ৫ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আর আপনি তখন মোট পেনশনের ১৮% প্রাপ্ত হবেন। তবে ৫ বছরের নীচে চাকুরী কাল হলে আপনি কোন পেনশন পাবেন না। আর এক্ষেত্রে আর্থিক সহযোগীতা হিসেবে কেবল তিন মাসের মূল বেতনের সমপরিমান টাকা এককালীন প্রাপ্য হবেন ৷

কিভাবে জিমেইল একাউন্ট (Gmail Account) ডিলিট করবেন



কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টিপস যা অনলাইনের সাথে জড়িত সবার কাজে লাগবে ৷ আজকের টিপস কিভাবে আপনার অব্যবহৃত জিমেইল একাউন্ট ডিলিট করবেন বা মুছে ফেলবেন ৷ কারন অনেকে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করেন ৷ আবার অনেক সময় কোন জিমেইল একাউন্ট বা গুগল প্লাস বা ব্লগার ব্লগ ব্যবহারের প্রয়োজন হয়না ৷ তখন সেটা ডিলিট করাই সবচেয়ে ভালো ৷ তাই আজকের টিপস কিভাবে আপনার জিমেইল একাউন্ট ডিলিট করবেন ? চলুন শুরু  করা যাক.....

কিভাবে ব্লগ পোস্টে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন




আজকে শেয়ার করব খুব দরকারী একটি পোস্ট । আর সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট আইকন যুক্ত করবেন ?
আজকাল প্রায়ই অনলাইন পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখতে পাই । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্ট অপশন চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি করা যায়?
এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard যান

কিভাবে ব্লগে Floating Contact us বাটন ‍যুক্ত করবেন





  
আজকে শেয়ার করবো দরকারি একটি টিপস ৷ কিভাবে আপনি আপনার সাইটে ভাসমান কনট্যাক্ট আস বাটন যোগ করবেন ৷ আসলে যারা নিয়মিত ব্লগিং করেন তাদের জন্য এই বাটন  থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা থাকলে একদিকে যেমন ব্লগের সৌন্দর্য বাড়ে অন্যদিকে  নতুন ভিজিটর আকৃষ্ট হয় ।

তো কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি ৷এজন্য আপনার ব্লগে লগইন করুন । এরপর

* Dashboard থেকে Theme ক্লিক করুন

*
তারপর Edit HTML লেখায় ক্লিক করুন

*
এবার নিচের ট্যাগটি খুজুন

কিভাবে ব্লগারে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন





কেমন আছেন আপনারা ? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটি পোস্ট আর তা  হলো  কিভাবে আপনি আপনার ব্লগে  প্রিন্ট বাটন যুক্ত করবেন ? কারন আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে দেখা যায় এই খবরটি প্রিন্ট করুনবা একটি প্রিন্টারের ছবি আর এই  ছবি বা লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে  তখন আমরা সেই পোস্টটি সহজেই প্রিন্ট করতে পারি । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?

কিভাবে ব্লগার ব্লগে পিডিএফ (PDF) বাটন যুক্ত করবেন





কেমন আছেন আপনারা সবাই ? আজকে জানাবো কিভাবে আপনার সাইটের কোন লেখা পিডিএফ আকারে সেভ করে রাখবেন ৷ আর পরে আপনি যেকোন সময় সেটা পড়তে পারবেন ৷ কারন অনেক সময় দরকারি কিছু তথ্য পেতে বার বার অনলাইনে যেতে হয় ৷ কিন্তু যদি সেটা ভিজিটরকে পিডিএফ আকারে সেভ করার সুযোগ করে দেই তাহলে সাইট ভিজিট কম হলেও ভিজিটরের সময় এবং MB দুটোই বাঁচলো ৷ এতে ভিজিটরের কিছুটা হলেও উপকার হলো ৷
তাই কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি ৷

কিভাবে ব্লগার পোস্টে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন




আজকে শেয়ার করব মজার একটি পোস্ট । আর তা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট বাটন যুক্ত করবেন ?

আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?


এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard এ যান ৷

* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।

জেনে নিন কেউ বৈদ্যুতিক শক খেলে কি করবেন


বিদ্যুৎ প্রবাহ রয়েছে এমন কোনো খোলা তারের সংস্পর্শে এলে যে কোন ব্যক্তির দেহে বিদুৎতায়ন হয়ে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। একেই বলে বৈদ্যুতিক শক খাওয়া। অনেক সময়  বৈদ্যুতিক শক খেলে  মৃত্যুও হতে পারে। এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি। এ ঘটনাগুলো সংঘটিত হওয়ার প্রধান কারণ অবহেলা অথবা অসাবধানতা। যাই হোক এ ধরনের ঘটনা ঘটলে আমাদের যা করতে হবে -

কিভাবে ভিজিটর Backlink নিস্ক্রিয় করবেন




কেমন আছেন আপনারা সবাই ? আজকে দারুন একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ৷ আজকে জানাবো কিভাবে আপনার ব্লগের কমেন্টে দেয়া ব্যাকলিং অকার্যকর করে দিবেন ৷ অর্থাৎ কেউ আপনার ব্লগে এসে আপনার লেখা কোন পোস্টে কমেন্ট করলো এবং শেষে কমেন্টকারি তার নিজের সাইটের লিংক কমেন্টে রেখে দিল ৷ এই লিংকটাকেই মূলত বলা হয় ব্যাকলিংক ৷
আর আপনি ইচ্ছা করলে সেই লিংকটাকে ইনেকটিভ করে রাখতে পারবেন ৷ যার ফলে ভিজিটর কোন লিংক কমেন্টে রেখে গেলে সেটা সাধারণ টেক্সট লেখার মত থাকবে, লিংক আকারে প্রদর্শন হবে না ৷ ফলে কেউ ক্লিক করে তার সাইটে যেতে পারবে না ৷ কমেন্টকারির সাইটে যেতে চাইলে উক্ত লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করে নুতন ট্যাব খুলে যেতে হবে ৷

ব্লগারে সহজে যুক্ত করে নিন প্রিন্ট (Print) বাটন

আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?


লিভার সিরোসিসের কারন, লক্ষণ ও প্রতিকার



লিভার সিরোসিস লিভারের একটি রোগ। এটি লিভারের একটি অতি জটিল ও মারাত্মক রোগ । এতে লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং লিভারে গুটি গুটি দেখা যায়।

এই রোগে লিভার তথা যকৃতের শেষ পর্যায়ের দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে এর স্বাভাবিক কাঠামো স্থায়ীভাবে বিনষ্ট হয়। ফলে লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। এক পর্যায়ে লিভার দুর্বলতাজনিত জটিলতায় রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। লিভারের নিষ্ক্রিয়তা, লিভার ক্যান্সার ও লিভারজনিত মৃত্যুর অন্যতম কারণ হলো এই লিভার সিরোসিস।

জেনে নিন কোন চা খাবেন - লাল চা নাকি দুধ চা ?




মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ৷ কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভালো আছেন ৷ আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম খুব দরকারি একটা স্বাস্থ টিপস ৷
আমরা সবাই কম বেশি চা খাই,  কেউ লাল চা আবার কেউ দুধ চা ৷ কিন্তু কেউ জানিনা কোন চা স্বাস্থ্যের জন্য কতটা উপকারি ? তাই আজকে জেনে নিন আপনার স্বাস্থ্য সুরক্ষায় আপনি  কোন চা খাবেন, লাল চা নাকি দুধ চা ?

কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন



আপনারা সবাই জানেন ইউটিউব সবচেয়ে বড় এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ৷ এ সাইটে অসংখ্য ভিডিও আপলোড হয় প্রতিদিন ৷ এরপর ভিজিটররা তা প্লে করে দেখেন ৷ কিন্তু ডাউনলোড করার উপায় খুজে পান না ৷ তাই আজকের টিপস কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ?

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কয়েকটি উপায় রয়েছে। যেমন অনলাইন টুলস এর সাহায্যে, লিংক চেঞ্জ এর মাধ্যমে অথবা সফটওয়্যার এর মাধ্যমে। কিন্তু তার মধ্যে সহজ উপায় আমি আপনাদের জানাব। তো চলুন শুরু করা যাক।

কিভাবে ব্লগার ব্লগে মোট পোস্ট ও কমেন্ট সংখ্যা দেখাবেন



আজ একটি নতুন গেজেট (Widget) নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগে ভিজিটররা মোট কতগুলো মন্তব্য করেছেন তা দেখা যাবে।
যাই হোক এবার কাজের কথায় আসি ৷

কিভাবে নামবিহীন বা নাম ছাড়া ফোল্ডার বানাবেন



কেমন আছেন আপনারা সবাই ?  নিশ্চয় ভাল আছেন । বরাবরের মত আজকেও মজার একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজ আমি দেখাবো কিভারে নাম ছাড়া বা নামবিহীন ফোল্ডার বানাবেন ?

·         * প্রথমে একটা নতুন ফোল্ডার খুলুন এজন্য যে কোন ফাকা জায়গায় মাউস পয়েন্টার রেখে ডান বাটন চেপে New লেখাতে এনে Folder ‍ ক্লিক করুন ।
·         * এখন নুতন ফোল্ডার তৈরি হবে এবং নাম এর জায়গায়  New Folder  দেথতে পাবেন । যায়গায় আপনি একটা নতুন নাম দিতে পারবেন  কিন্ত কোন কিছু লিথবেন না ।

জেনে নিন স্মার্ট ফোন স্লো হয়ে যাওয়ার কারন ও প্রতিকার






সবাইকে বসন্তের আগমনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিপস ৷ কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় কনকনে শীতে জড়োসরো হয়ে ছিলেন ৷ আর বসন্ত আসতেই এখন ফুরফুরে হয়ে গেলেন ৷  যাই হোক আমিও ফুরফুরে মেজাজ নিয়ে বসে গেলাম আজকের টিপস লিখতে ৷ আজকে লিখছি আপনার প্রিয় স্মার্ট ফোন ব্যবহার করতে করতে অনেক স্লো হয়ে গেছে ৷ কিন্তু কেন এমন হলো তা খুজে পাচ্ছেন না ৷ ভাবছেন নকল ফোন সেট কিনেছেন ? না এই সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারের ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন জীবনে আপনার কোন কোন অভ্যাসগুলোর কারনে আপনার প্রিয় স্মার্টফোনটি স্লো হয়ে যাচ্ছে।

কিভাবে ব্লগার থেকে পোস্ট কপি করা বন্ধ করবেন






বর্তমানে কপি পেস্ট ব্যাপারটা একটা কমন সমস্যা হয়ে দাড়িয়েছে ৷ কারন অলসতার কারনে কেউ আর নিজে কষ্ট করে পোষ্ট লিখেনা বা সময়ের অভাবে লেখা হয় না ৷ অথচ কপি পেস্ট করে সহজেই সেটা করা যায় ৷ কিন্তু এতে সমস্যা হচ্ছে আপনি অনেক কস্ট করে একটা কনটেন্ট লিখলেন আর অন্য জন সেটা কপি করে তার নিজের নামে চালিয়ে দিল ৷ এতে আপনার কষ্ট, শ্রম, দুটোই অন্য জন নিয়ে নিল ৷ তাই আজকের টিপস কিভাবে আপনি আপনার ব্লগের বা সাইটের লেখা কপি হওয়া রক্ষা করবেন ৷
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -

কিভাবে ব্লগার ব্লগে Sharing button যুক্ত করবেন






আজকে শেয়ার করবো দরকারি একটি টিপস ৷ কিভাবে আপনি আপনার সাইটে সামাজিক শেয়ার বাটন যোগ করবেন ৷ আসলে যারা নিয়মিত ব্লগিং করেন তাদের জন্য শেয়ারিং বাটন পোস্টের নিচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা থাকলে একদিকে যেমন ব্লগের সৌন্দর্য বাড়ে অন্যদিকে প্রচুর নতুন ভিজিটর পাওয়া যায় যদি সেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় ৷
তো কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি ৷

* প্রথমে আপনি আপনার ব্লগার একাউন্টে সাইন ইন করুন ৷ এবার ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ৷
*এখন Edit HTML লেখায় ক্লিক করুন ৷

* এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি খুজুন ৷