তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ



আসুন জেনে নেই জাতীয় পতাকার বিভিন্ন মাপ সম্পর্কে । স্থানভেদে  ব্যবহারের জন্য বিভিন্ন পরিমাপের জাতীয় পতাকা তৈরি হয় । যেমনঃ

ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো—১০ ফুট ৬ ফুট,  ৫ ফুট ৩ ফুট,  ২.৫ ফুট ১.৫ ফুট।
মোটর গাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো—১৫ ইঞ্চি ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি ৬ ইঞ্চি।
আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল—১০ ইঞ্চি ৬ ইঞ্চি।
পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট, পতাকার দৈর্ঘ্যের সাড়ে ৪ ফুট ওপরে প্রস্থের মাঝ বরাবর অঙ্কিত আনুপাতিক রেখার ছেদ বিন্দু হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু ।