তথ্য ও প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ | চতুর্থ প্রজন্মের পৃথিবীতে উন্নত দেশগুলো যখন মঙ্গল গ্রহে প্লট বরাদ্দ নিয়ে ভাবতেছে তখন উন্নয়নশীল দেশগুলো সেল ফোন আর থ্রীজির মাঝেই সীমাবদ্ধ | এই ধ্যান ধারনা বেরিয়ে আসতে চাই উন্নত চিন্তা ভাবনা, কঠোর শ্রম, তীব্র সাধনা, সততা আর অসীম ধৈর্য্য | আর সেই সাথে প্রয়োজন তথ্য ও প্রযুক্তির জ্ঞান | আমরা যদি তথ্য ও প্রযুক্তির জ্ঞানে গুনান্বিত হই তবে আমাদের দেশটা ও একদিন অন্য গ্রহে বসবাসের চিন্তা ভাবনা করবে | এই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই শেষ করছি |