তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

যৌন দূর্বলতায় হোমিওপ্যাথিক চিকিৎসা





আমরা জানি যে, হোমিওপ্যাথিতে যৌন রোগের সবচেয়ে ভালো চিকিৎসা আছে। হ্যাঁবাস্তবেও কথাটি সত্য।
 অন্য যাবতীয় রোগের মতো যৌনরোগেরও সবচেয়ে ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে।
শুধু তাই নয় মহিলাদেরও যৌন দুরবলতাযৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে 
তারও চমৎকার চিকিৎসা আছে। কথা না বাড়িয়ে এবার কয়েকটি ঔষধের নাম আলোচনা করছি ।

ক্যালেডিয়ম (Caladium Seg)
দীর্ঘদিন স্বপ্ন দোষ হওয়ার কারণে ধ্বজভঙ্গ, ঘুমের মধ্যে লিঙ্গের উত্থান, ঘুম হতে জাগিলে লিঙ্গ শিথিল হয়ে পড়ে। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন। সহবাস কালে লিঙ্গ শক্ত হয় না। যদিও সামান্য হয় অল্পসময়েই শুক্রপাত হয়েযায়।

লাইকোপোডিয়াম(Lycopodium)
অতিরিক্ত হস্তমৈথুন, স্বপ্ন দোষ ও অত্যাধিত স্ত্রী সহবাসের কারণে ধ্বজভঙ্গ, স্ত্রী সহবাসের প্রবল ইচ্ছা থাকা সত্যেও ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ছোট আলিঙ্গন করলেও লিঙ্গ উত্থান হয় না। হলেও অল্প সময় থাকে। ক্ষনস্থায়ী সহবাস।

সেলেনিয়ম(Selenium)
ঔষধটি শক্র তারল্য ও ধ্বজভঙ্গ রোগে সুনামের সাথে ব্যবহার করা হয়। পায়খানায় বসিয়া কোঁথ দিলে বীর্যপাত। রোগি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। চোখ মুখ বসিয়া যায়।

কোনিয়াম(Conium)
স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু সহবাসে অক্ষম। স্ত্রী লোক দেখলে, কাছে বসলে বা মনেমনে ভাবলে বীর্যপাত হয়।

এগনাস কাস্ট(Agnus Cust)
যেসকল রোগী বারবার প্রমেহ রোগে আক্রান্ত হয়েছে। স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল থাকার পরও ক্ষমতাহীন। আবার কারো সঙ্গম ইচ্ছাও থাকেনা।

এনাকার্ডিয়াম(Anacardium)
স্মরণশক্তিহীন রোগীদের বাহ্য ব প্রস্রাবের সময় অথবা অন্য প্রকারে বীর্যপাত হয়ে ধ্বভঙ্গ হলে।

টিটানিয়ম(Titanium)
সঙ্গম শক্তির দুর্বলতার জন্য সহবাসের সময় দ্রুত বীর্যপাত হলে টিটানিয়ম উৎকৃষ্ট।

এছাড়া Nuphar Lut, Damiana, Salix Nig, Avana Sat, Phosphorus, Moschus, Medorrhinum লক্ষনভেদে উপকারী।




শেষকথা

পুরুষাঙ্গ বড় করার জন্য Agnus castus (অতীতে যৌন অনাচার),  
Lycopodium (যাদের পেটে গ্যাস হয়) অথবা Baryta carb (জন্মগতভাবে বোকাটে) [শক্তি ২০০] সপ্তাহে একমাত্রা করে কয়েক মাস খান।

মহিলাদের মাত্রাতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Platinum, Baryta mur  অথবা  Salixnigra  প্রতিদিন একবার করে খান। পুরুষদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য  Salix nigra  অথবা  Agnus castus (শক্তি ২০০) তিনবেলা করে পনেরদিন খান। 

অবিবাহিত মেয়েদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য  Platinum (শক্তি ২০০) তিনবেলা করে কিছুদিন খেয়ে পরে শক্তি বাড়িয়ে খেতে পারেন।


মহিলাদের যৌন মিলনে বিতৃষ্ণা দূর করতে  Agnus castus  (শক্তি Q,,৬) পাঁচ ফোটা করে দুইবেলা করে পনের দিন খান।