আজকে দেখাবো কিভাবে আপনার ব্লগ থেকে নিচের লেখাটি দুর করবেন । সাধারনত যখন কোন লেবেলে ক্লিক করবেন তখন এই বার্তাটি দেখায় ।
যাই হোক প্রথমে আপনার ব্লগে লগইন করুন । এবার ড্যাশবোর্ড থেকে Template ক্লিক করুন । অতঃপর Edit HTML ক্লিক করুন । এবার
<body expr:class='"loading" + data:blog.mobileClass'>
এই কোডটি খুজুন ।
খুজে পেলে ঠিক তার নিচে
<b:if cond='data:blog.pageType == "index"'>
<b:if cond='data:blog.searchLabel'>
<style>
.status-msg-wrap{display:none;}
</style>
</b:if>
</b:if>
এই কোডটুকু কপি করে পেস্ট করে দিন ।
এবার সেভ করুন । এখন আপনার ব্লগের লেবেল এ ক্লিক করে দেখুন । আর হয়তো সেই বার্তা দেখাবে না ।
তবে যদি কাজ না করে তাহলে টেমপ্লেট থেকে নিচের কোডটুকু খুজে ডিলিট করে দিন । অতঃপর সেভ করে ব্লগ দেখুন । এবার অবশ্যই কাজ করবে ।
<div class='status-msg-wrap'>
<div class='status-msg-body'>
<data:navMessage/>
</div>
<div class='status-msg-border'>
<div class='status-msg-bg'>
<div class='status-msg-hidden'><data:navMessage/></div>
</div>
</div>
</div>
আজকের মত বিদায় । ভাল থাকবেন সবাই ।