তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Meta Tag কি এবং কেন ?

মেটা ট্যাগ এমন ধরনের ট্যাগ যা যোগ করে সার্চ ইজ্ঞিন থেকে ব্লগে প্রচুর ভিজিটর আনতে পারা যায় | যেমনঃ গুগল,ইয়াহু,বিং,আস্ক ইত্যাদি। মেটা ট্যাগ সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মেটা ট্যাগ এমন একটি এইচটিএমএল ট্যাগ যেটা সমস্ত সার্চ ইজ্ঞিন সাইটকে আপনার সাইট সম্পর্কে ধারনা দেবে।যার উপর নির্ভর করে আপনার সাইটকে তারা তাদের সার্চ রেজাল্টে দেখাবে। মেটা ট্যাগের মাধ্যমে আপনার সাইটের কিছু তথ্য দেয়া যাবে।সার্চ ইঞ্জিনকে বিশেষ ধরণের কিছু নির্দেশনাও দেয়া যায় মেটা ট্যাগ দিয়ে।