আজকে শেয়ার করতে যাচ্ছি সকলের দরকারী একটি টিপস্ | মিসওয়াক করার উপকারিতাঃ
১. মিসওয়াক করে নামাজ আদায় করলে সত্তর গুণ ছাওয়াব বেশী হয়।
২. নিয়মিত মিসওয়াক করাস দ্বারা হজম শক্তি বৃদ্ধি পায়।
৩. চোখের আলো বাড়ে।
৪. দন্তপাটি মজবুত হয়।
৫. দাঁতের মাঢ়ি দৃঢ় হয়।
৬. বুকের কফ কাশি দূর হয়।
৭. মুখ গহবরের দুর্গন্ধ নষ্ট হয়ে মুখে সুগন্ধি আসে।
৮. মাথা ঠান্ডা থাকে।
৯. পিত্তের দোষ নষ্ট হয়।
১০. দেহ মন সতেজ থাকে |