আঙ্গুর স্বাস্থ্যের জন্য উপকারি একটি ফল।
আঙ্গুরের মাঝে এমন কিছু উপাদান আছে যা নিচের রোগসমূহের বিরুদ্ধে কাজ করে থাকে। যেমনঃ
☞ এজমা;
☞ হৃদরোগ;
☞ মাইগ্রন;
☞ কোষ্ঠকাঠিন্য;
☞ কিডনি সমস্যা;
☞ ক্লান্তি / অবসাদ;
☞ বদহজম;
☞ স্তন ক্যান্সার;
☞ এলঝেইমার;
☞ ছানি;
☞ রক্তে কোলেস্টেরল উচ্চমাত্রা;
☞ ব্যাকটেরিয়া জনিত রোগ;
☞ ক্যান্সার জনিত রোগ;
☞ বয়সের ছাপ;
☞ বাত।