তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ফেসবুক একাউন্ট চিরতরে মুছে ফেলবেন (delete facebook account forever)




আজকে শেয়ার করব একাউন্ট ডিলিট সম্পর্কে | অনেকেই আছেন যারা ফেসবুক একাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করতে চান কিন্তু পারেন না । ফেসবুক থেকে আপনি সর্বচ্চো একাউন্ট কে ডিএকটিভেট করতে পারেন । কিন্তু আবার লগিন করলে যাহা লাউ তাহাই কদু । একাউন্ট ডিলিট করতে নিচের লেখা অনুসরন করুন ।

* প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন ( যেটা ডিলিট করতে চান)

* এখন এই লিঙ্কে ক্লিক করুন

* ক্লিক করার পর, একটি পেইজ আসবে Delete my account এই লিঙ্কে ক্লিক করুন।

*এখন আরেকটি পেইজ ওপেন হবে। এখানে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড ও কাপচা দিয়ে বক্স পুরুন করে OK ক্লিক করুন।


*ক্লিক করার পর আরেকটি পেইজ আসবে। আবার OK ক্লিক করে দিন।

কাজ শেষ । আপনার আইডি ডিলিট হয়ে গিয়েছে। তবে এখনো পুরোপুরি না, আপনার মেইল চেক করুন (যেটা ফেসবুক আইডিতে ব্যাবহার করেছেন)। দেখুন একটি মেসেজ এসেছে ফেসবুক থেকে। মেসেজ এ বলা আছে, যে আপনি যদি আপনার আইডি তে পুনরায় চালু করতে চান, তাহলে মেসেজ এ একটা লিংক থাকবে। ওই লিংক ক্লিক করলে আপনি আবার আপনার একাউন্ট ফেরত পাবেন। তবে ১৪ দিনের মধ্যে।
যদি ডিলিট করার ১৪ দিনের মধ্যে মনে হয় যে, আবার আপনার আইডি চালু করবেন, তাহলে মেসেজ এ দেয়া লিঙ্কে ক্লিক করুন। আর যদি না চান, তবে মেসেজ চেক করার এ দরকার নাই।
তাহলে আপনার ফেসবুক একাউন্ট স্থায়ী ভাবে ডিলিট হয়ে যাবে ।