তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে চিরতরে মুছে ফেলবেন Twitter account





আজকে শেয়ার করবো এই টিপসটি। আমরা অনেক সময় সামাজিক মাধ্যমগুলোতে একাধিক একাউন্ট খুলে থাকি। কিন্তু পরবর্তিতে সব একাউন্ট চালানো সম্ভব হয় না। তখন তা ডিলিট বা ডিয়েক্টিভেট করার দরকার পড়ে। তাই আজকে দেখাবো কিভাবে টুইটার একাউন্ট মুছে ফেলা যায়।

* প্রথমে আপনি আপনার টুইটার একাউন্ট এ log in করুন।

* আপনার profile icon এ ক্লিক করুন (আপনার টুইটার একাউন্ট এর ছবি বা ছবির মত দেখতে এমন জায়গায়)।

* Drop-down menu থেকে Settings মেনু ক্লিক করুন।

* এবার scroll করে নিচের দিকে নামুন, Deactivate my account লেখা দেখতে পাবেন সবার শেষে।

* Account deactivation information ভালো ভাবে পড়ুন।

* অত:পর Deactivate লেখায় ক্লিক করুন।

* আপনার username এবং password লিখুন যেখানে যেটা চায়।

* সবশেষে Confirm করুন বা Ok করুন।

* ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আবার আপনার একাউন্ট এ লগ ইন করতে পারবেন।

* কিন্তু ৩০দিন পর আর একাউন্ট এ ঢুকতে পারবেন না।

আপনার টুইটার একাউন্ট চিরতরে মুছে ফেলা হবে।