আজকে শেয়ার করবো ছোট্ট এই টিপসটি ! এজন্য প্রথমে www.bitly.com এই ঠিকানায় যান ! অতঃপর এড্রেস লেখার বক্সে আপনার কাঙ্খিত সাইটের ঠিকানাটি লিখুন অথবা কপি পেস্ট করুন (এই ভাবে www.tek-park.blogspot.com, অর্থাৎ http ছাড়া) ! এবার Shorten লিখায় ক্লিক করুন এবং অপেক্ষা করুন ! অতঃপর আপনার দেওয়া ওয়েব এড্রেসটি শর্ট করে প্রদর্শন হচ্ছে ঠিক এ রকমভাবে http://bit.ly/1YFqdVm
এবার এড্রেসটি কপি করে নিন এবং ফেসবুকে ওয়াল পোস্ট কিংবা ফ্যান পেজে লেখার সাথে পেস্ট করুন সহজেই ! এভাবে আপনার সাইট কিংবা ব্লগের প্রচার চালাতে পারবেন !