জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গেজেট অনুসারে বেতন নির্ধারন করতে হবে অনলাইনে ! এজন্য সরকারি ভাবে একটি ওয়েব সাইট খোলা হয়েছে ! এই সাইটে ঢুকে বেতন নির্ধারন করতে হলে ভোটার আইডি কার্ড ও চাকুরি বহির বিভিন্ন তথ্য লাগবে, যেমনঃ প্রথম যোগদানের তারিখ, প্রথম কর্মস্থল,পদবি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংখ্যা, পিপি, ৩০ জুন ১৫ তারিখে মূল বেতন, পূর্বের গ্রেড, নুতন গ্রেড! এছাড়া মন্ত্রনালয়, পরিদপ্তর, প্রতিষ্ঠান বা অফিস, হিসাব রক্ষন অফিস, ক্যাডারের ক্ষেত্রে পরিচিতি নং লাগবে! সব জেনে এখান থেকে ফিক্সেশন করুন http://payfixation.gov.bd