তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে খুব সহজে Blogger এ 'Back To Top' Button যুক্ত করবেন

আজকে শেয়ার করবো কিভাবে খুব সহযে আপনার ব্লগে বা ওয়েব সাইটে 'back to top' বাটন যুক্ত করবেন ! এতে আপনার ব্লগ আরো সুন্দর ও আকর্ষনীয় হয়ে উঠবে ।  এই টিপসটি সবার জন্য না । বিশেষ করে যাদের ব্লগে অনেক বড় বড় পোস্ট থাকে আর পাঠক পড়তে পড়তে অনেক নিচে চলে যান তখন পাঠকদের সহজেই উপরে আনতে এই অপশনটির দরকার পড়ে । তবে নতুন ব্লগাররাও এটি যুক্ত করে নিজের ব্লগের সৌন্দর্য বাড়াতে পারবেন । তো কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় আসি ।
প্রথমে ব্লগারে লগইন করে Layout থেকে Add a gadget ক্লিক করার পর HTML/JavaScript নির্বাচন করুন এবং Name এর ঘর Blank রেখে Content ঘরে নিচের যেকোন একটি কোড পেস্ট করে দিন । অতঃপর সেভ করুন এবং Footer এলাকায় Set করুন ।



 


 


 

ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন...