তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে জানবেন আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে কি না








যারা সিম নিবন্ধন করেছেন তারা কি নিশ্চিত ভাবে জানতে পেরেছেন যে আপনার সিমটি সফলভাবে নিবন্ধিত হয়েছে। নাকি দোকানে বা কাস্টোমার কেয়ারের লোকদের কথা শুনে নিশ্চিত হয়েছেন? না, আপনার সিমটি নিবন্ধন করার পরও কিন্তু সেটি সফল নাও হতে পারে। তাই চলুন জেনে নিই আপনার প্রিয় সিমটির নিবন্ধন সফল হয়েছে কিনা?



সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন

১) বাংলালিংক সিম যাচাই:
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করুন। আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে :
Your connection have already been biometrically re-verified on 25-04-2016. Thank you for using Banglalink.
অর্থাৎ আপনার সংযোগটি ইতিপূর্বে বায়োমেট্রিক পদ্ধতিতে রিউভেরিফাইড হয়েছে।

২) গ্রামীণফোন সিম যাচাই:
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবে
You are registered. তাই আপনি নিজেই জানতে পারবেন আপনার সিম নিবন্ধন সফল হয়েছে কি না?

৩) রবি সিম যাচাই:
আপনার রবি সিম থেকে *1600*1# লিখে ডায়াল করুন। ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার সিম সফল ভাবে নিবন্ধিত হয়েছে কিনা?

৪) এয়ারটেল সিম যাচাই:
আপনার এয়ারটেল সিম থেকে *121*444# লিখে কল বাটন চাপুন। তাহলে ফিরতি ক্ষুদে বার্তায় কি লিখা আসে তা পড়ুন। তাহলে নিজেই জানতে পারবেন আপনার সিম বায়োমেট্রিকে নিবন্ধিত কিনা।

৫) টেলিটক সিম যাচাই:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান। ফিরতি এসএমএসে আপনি জেনে যাবেন আপনার সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে কি না?

ভালো লাগলে শেয়ার করুন, অন্যদেরকে ও জানান। ধন্যবাদ।