আসসালামু আলাইকুম ৷ অাজকে একটি নুতন আমল শেয়ার করবো আপনাদের মাঝে ৷ আর সেটা হচ্ছে নতুন চাঁদ দেখলে কী দুয়া পড়তে হয়? অনেকেই হয়তো জানেন ৷ আমার পোষ্ট যারা জানেন না তাদের জন্য ৷ জেনে চাঁদ দেখলে কোন কোন দুয়া পড়তে হয় ৷
১ম দোয়াঃ
হিলালু খাইরিঁউ ওয়া রুশদিন হিলালু খাইরিঁউ ওয়া রুশদিন আমানতু বিল্লাযী খালাক্বাকা ৷
অর্থঃ মঙ্গল ও পথ দেখানোর চাঁদ, মঙ্গল ও পথ দেখানোর চাঁদ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তার প্রতি ঈমান এনেছি ৷
(মিশকাত)
২য় দোয়াঃ
অাল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াছ ছালামাতি ওয়াল ইসলামী রাব্বী ওয়া রাব্বুকাল্লাহ ৷
অর্থঃ হে আল্লাহ্ ! তুমি চাঁদকে উদয় কর আমাদের প্রতি নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে ৷ হে চাঁদ ! আমার প্রভু ও তোমার প্রভু এক আল্লাহ ৷
(তিরমিযী)