তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন শিরক থেকে বাঁচার দুয়া




আল্লাহ মানুষের সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ সহজে ক্ষমা করবেন না । তাই আমাদের প্রত্যেকের উচিৎ এই গুনাহ থেকে বেচে থাকা । আর আজকে শিরকের গুনাহ থেকে বাঁচার দুয়া আপনাদের কাছ তুলে ধরলাম ।


আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআন আলামুহু ওয়া আসতাগফিরুকা লিমা লা আলামুহু ।
অর্থঃ হে আল্লাহ ! নিশ্চয় আমি জেনে শুনে তোমার সঙ্গে শরীক করা থেকে পরিত্রান চাই এবং অজ্ঞাত অবস্থায় যা করে ফেলি তা হতে ক্ষমা প্রার্থনা করছি । (তাবরানী)