তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

সহজে ডাউনলোড করুন বিশ্ব সাহিত্যকেন্দ্রের নির্ধারিত ১২টি বই

 



শিক্ষকের মনকে রুচিশীল ও উন্নত করে তোলা গেলে ছাত্রসমাজও তার স্পর্শে সম্পন্ন হয়ে উঠতে পারে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিনগুলোতে। এই লক্ষ্য সামনে রেখে ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংগে যৌথ-উদ্যোগে প্রতিবছর দেশের ৬৭টি পিটিআই-এর ১২ হাজার প্রশিক্ষণার্থীর সবার জন্য ১২টি করে বই পড়ানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বই পড়ার প্রাপ্তি হিসেবে পরীক্ষার নম্বর ছাড়াও অংশগ্রহণকারীদের বই উপহার পাবার সুযোগ রয়েছে। অনুপ্রেরণামুলক, কল্পনাসমৃদ্ধ ও চিত্তাকর্ষক এই উপন্যাস ও গল্পের বইগুলো শিক্ষকদের ও তাঁদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের মনকে প্রভাবিত করবে এ আশা করা হয়েছে।কিন্ত মহামারি করোনার কারনে পিটিআইসমূহ বন্ধ থাকার জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বই পড়া কর্মসূচী ব্যহত হচ্ছে। এ চিন্তা মাথায় রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র নির্ধারিত মোট ১২টি বইয়ের ডাউনলোড লিংক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। নিচে বইয়ের ছবিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন সহজে। এরপর মোবাইল বা ল্যাপটপে পড়তে পারবেন ।

পিটিআই বইপড়া কর্মসূচির বই এখান থেকে ডাওনলোড করুন।

ছোটদের বিদ্যাসাগর

ঠাকুরমার ঝুলি

ঈশপের গল্প

ছোটদের বেতালের গল্প

সেরা কিশোর গল্প লিও টরস্টয়

পারস্য প্রতিভা

অবরোধ বাসিনী

উন্নত জীবন

বনফুলের শ্রেষ্ঠ গল্প

একাত্তরের দিনগুলি

সূর্য সেন

বাঙালীর হাসির গল্প

সূত্রঃ আলোরপাঠশালা