তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

About


 প্রযুক্তি পার্ক একটি ব্যাক্তিগত ব্লগ। 2012 সালে এর যাত্রা শুরু হয়। তখন থেকেই হাটি  হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে সাইটের এর সকল কার্যক্রম। বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞানকে সমগ্র বাঙালীর মাঝে ছড়িয়ে দিতেই মূলত প্রযুক্তি পার্ক এর যাত্রা।

এথানে সমস্ত পোস্ট করছেন এডমিন নিজে । অনেক ইংরেজি ব্লগ, ফোরাম থেকে তথ্য সংগ্রহ করে ব্লগ পোস্ট লেখা হয়েছে। এতে অনেক পোস্ট আছে যেগুলোতে ব্লগ টিপস আছে যা ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়েছে। তাই কারো কোন অভিযোগ থাকলে এডমিনকে ইমেলে জানাতে পারেন।