তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Blogger এ Scrolling Back To Top বাটন যুক্ত করবেন





আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
আমাদের অনেকরই এক বা একাধিক ব্লগ আছে। আর নিজেদের ব্লগটা আরেকটু সুন্দর করার জন্য আমরা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করি। আজকে আমি কিভাবে Blogger এ Back to top ওয়েডগেট যুক্ত করতে হয় সেটাই শেয়ার করব।
যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। প্রথমে বলে রাখি Back to top বাটন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্লগ পেজ বা পোস্ট দেখতে দেখতে একদম নিচে নামার পর আবার স্ক্রল করে উপরে উঠতে ঝামেলা মনে হয় । তাই এই বাটনটি যুক্ত করার ফলে আপনার ব্লগ ভিজিটররা সহজভাবে শুধু বাটনটিতে ক্লিক করেই উপরে উঠতে পারবে ।
 আর উইজেটও আপনার ব্লগকে আরও সুন্দর করবে। এজন্য যা যা করতে হবে ।



1) প্রথমে আপনার ব্লগারে লগিন করুন ।
2) তারপর লেআউট ক্লিক করে নিচের দিকে ফুটার এলাকায় Add a Gadget  লেখায় ক্লিক করুন ।
3) এবার লিস্ট থেকে HTML  /জাভাস্ক্রিপ্ট ক্লিক করুন ।
4) এবার জাভা স্ক্রিপ্ট বক্সে নিচের কোডটা কপি করে  পেস্ট করুন ।
 5) সবশেষে সেভ করুন। আপনার কাজ শেষ।






জানিয়ে রাখা ভালো যে, আপনি ইচ্ছা করলে ইমেজটি  পরিবর্তন করতে পারবেন।  এজন্য ইমেজ লিংকটি পরিবর্তন করে আপনার ইমেজের লিংক বসিয়ে দিন । কোন সমস্যা হলে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেয।