তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগে thumbnail সহ related post widget যুক্ত করবেন






কেমন আছেন আপনারা ? নিশ্চয় ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার blogger ব্লগে সাম্প্রতিক পোস্ট গ্যাজেট যুক্ত করবেন ? এর আগে আরো এরকম পোস্ট লিখেছিলাম। আজকেরটা একটু আলাদা। আজকে দেখাচ্ছি ফিচার ইমেজ সহ সাম্প্রতিক পোস্ট ওয়েটগেট অর্থাৎ Recent post widget with thumbnail যুক্ত করার নিয়ম।

এজন্য আপনার ব্লগার একাউন্টে লগইন করে ড্যাশবোর্ড থেকে লেয়াউট ক্লিক করুন। এখন সাইডবার থেকে Add a gadget লেখায় ক্লিক করুন। এখন একটি লিস্ট দেখতে পাবেন। লিস্ট থেকে HTML/JavaScript ক্লিক করুন।
এবার যে বক্স আসবে সেখানকার প্রথম বক্সে সাম্প্রতিক পোস্ট বা Recent post লিখুন এবং নিচের বক্স এ প্রদত্ত কোডগুলো কপি করে পেস্ট করে দিন।







* YOUR WEB ADDRESS এর জায়গায় আপনার ব্লগ এর এড্রেস লিখুন।
* var numposts = 10 এর জায়গায় আপনি কতটি পোস্ট দেখাবেন তা ইচ্ছে মত যুক্ত করুন।
* এছাড়া post date, comment, display more, post separator, post summary - এগুলো দেখাতে চাইলে true এবং না দেখাতে চাইলে false করে দিন।

সবশেষে সেভ করুন। এবার ব্লগ দেখুন। সব ঠিকঠাক থাকলে সাম্প্রতিক পোস্ট গ্যাজেট যুক্ত হবে আপনার ব্লগে। আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ!