তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

নারীদের যৌন মিলনে ব্যাথার কারন ও প্রতিকার






সাধারণত প্রথম মিলনের সময় মেয়েদের ভয়, লজ্জা, সংকোচ প্রভৃতি নানা কারনে এই রোগ হয় । তার ফলে বিভিন্ন পেশী ও পেলভিক ফ্লোর আপনা থেকেই সংকুচিত হয়। আবার অনেক সময় যোনীর ছিদ্র ছোট থাকলেও যৌন মিলনে ব্যথা হতে পারে । যাই হোক আজকের আয়োজনে থাকছে যৌন মিলনে ব্যথা ও তার প্রতিকার নিয়ে আলোচনা -

কারন:
১) মানসিক কারনে ভয়, লজ্জা, সংকোচ প্রভৃতি থেকে পেশীর সংকোচন এবং তার জন্য এই অবস্থা দেখা দিতে পারে ।

২) অনেকের হাইমেনের মাঝে ছিদ্র ছোট থাকে বলে মিলনে ব্যথা হতে পারে।

৩) অনেকের হাইমেনে বা যোনীতে ইনফেকশন থাকতে পারে, আর এ জন্য ব্যথা হতে পারে ।

৪) মিলনের আগে যথেষ্ট মাত্রায় উত্তেজিত না হলে যোনি থেকে কাম রস ক্ষরণ ঠিক মত হয়না। একারনে ব্যথা হতে পারে।


চিকিৎসা :
* মানসিক অবস্থার জন্য পেশী সংকুচিত হলে ধীরে ধীরে মানসিক ভাবে উজ্জীবিত করে তা দূর করতে হবে।

* যোনীর ছিদ্র ছোট হলে ডাইলেটর দিয়ে ধীরে ধীরে ভেজিনা ডাইলেট করতে হবে। তাহলে ক্রমশ: এটি ঠিক হবে ।

* যদি হাইমেনের ছিদ্র ছোট থাকে তাহলে তা সামান্য ইনছিশন দিয়ে এন্টিসেপটিক লাগালে ধীরে ধীরে তা ভাল হয়ে যাবে।

* একটু সুস্থ হলে মিলনের পূর্বে যোনিদ্বারে ও পেনিসে লুব্রিকেটিং ভেসলিন ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে।

* যদি প্রয়োজন হয় তাহলে রোগিনীকে অজ্ঞান করে ডাইলেটর দিয়ে যোনি ডাইলেট করে দিলে ভাল ফল পাওয়া যাবে ।

* যোনিতে কোন ইনফেকশন থাকলে তার জন্য আলাদা ভাবে চিকিৎসা করতে হবে।

* সর্বপরি স্বামীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে স্ত্রীর এই অবস্থা দূর করার জন্য। এজন্য ফরপ্লেতে সময় বেশি নিতে হবে ।