কেমন আছেন আপনারা সবাই ? নিশ্চয় ভাল আছেন । বরাবরের মত আজকেও মজার একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজ আমি দেখাবো কিভারে নাম ছাড়া বা নামবিহীন ফোল্ডার বানাবেন ?
· * প্রথমে একটা নতুন ফোল্ডার খুলুন । এজন্য যে কোন ফাকা জায়গায় মাউস পয়েন্টার রেখে ডান বাটন চেপে New লেখাতে এনে Folder ক্লিক করুন ।
· * এখন নুতন ফোল্ডার তৈরি হবে এবং নাম এর জায়গায় New Folder দেথতে পাবেন । এ যায়গায় আপনি একটা নতুন নাম দিতে পারবেন। কিন্ত কোন কিছু লিথবেন না ।
*এ অবস্থায় কিবোর্ড থেকে Alt চেপে ধরে 0160 লিথুন ।
*এবার Alt বাটন ছেড়ে দিন দেখবেন New Folder লেখাটি অদৃশ্য হয়ে গেছে ।
· *এখন Enter ক্লিক করুন।
· এবার দেখুন নিচের ছবির মত ফোল্ডার এর নাম অদৃশ্য হয়ে গেছে ।
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না ।