তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার ব্লগে মোট পোস্ট ও কমেন্ট সংখ্যা দেখাবেন



আজ একটি নতুন গেজেট (Widget) নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগে ভিজিটররা মোট কতগুলো মন্তব্য করেছেন তা দেখা যাবে।
যাই হোক এবার কাজের কথায় আসি ৷



* নিচের কোডটি  কপি করে নিন ৷

* ড্যাশবোর্ড থেকে Layout ক্লিক করুন ৷

* পছন্দমত জায়গায় Add a widget লেখায় ক্লিক করুন ৷

* এবার  HTML/ Javascripts ক্লিক করুন ।

* গেজেটটির নামের জায়গায় 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো একটি নাম দিন।

* কোডের ঘরে কোডটি পেস্ট করে দিন ৷

* কোডের অভ্যন্তরে https://teck-park.com লেখাটি পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি লিখে দিন।

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="https://teck-park.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="https://teck-park.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>


* এবার সেভ (Save) বাটনে ক্লিক করুন।

এখন ব্রাউজারের অন্য একটি ট্যাবে ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh)করে দেখুন ৷ আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রদশিত হচ্ছে।
ধন্যবাদ ভাল থাকবেন সবাই ৷