তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন বাজারে প্রবেশ করার দোয়া




আজকে আপনাদের সামনে হাজির হলাম নুতন দরকারি একটা দোয়া নিয়ে ৷ আর সেটা বাজারে প্রবেশের দোয়া ৷ সবাই দোয়াটি শিখে নিন এবং আমল করুন ৷ এতে আপনার দুই কালেই মঙ্গল ৷

রাসুল সাঃ বাজারে প্রবেশ করার সময় নিচের দুয়াটি পড়তেন এবং সাহাবীরাও তাই করতেন ৷



লা- ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ:দাহূ লা- শারীকা লাহ, লাহুল মুলকু  ওয়া লাহুল হামদু ইউহ:য়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ুন লা- ইয়ামূতু বিয়াদিহিল খইর, ওয়া হুয়া ‘আলা- কুল্লি− শাইয়িং ক্বদীর।

অর্থ : ‘আল্লাহ  ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা একমাত্র তাঁর জন্যই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। সকল বিষয়ের কল্যাণ তাঁর হাতেই। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান’ (তিরমিযী, মিশকাত, পৃঃ ২১৪, সনদ ছহীহ)।